নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতা অষ্টম দিনে গড়িয়েছে। ৪ এপ্রিল থেকে সূচক অব্যাহত ঊর্ধ্বমুখী থাকায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩২৮ পয়েন্ট। গতকাল সোমবার দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিলো। একইসময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৯৬৯ পয়েন্ট। এদিকে গতকাল সোমবার দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬৫টি কোম্পানির ৫৯ কোটি ১২ লাখ ১০ হাজার ৬৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৫৩৪ কোটি ৬৩ লাখ টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে উঠে আসে। অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩০০ কোম্পানির ৪ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৯৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯২২ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ১১৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৭১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।
ডিএসই’তে লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ