ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ডিএসইতে দেড় মাসে সর্বোচ্চ লেনদেন

  • আপডেট সময় : ০২:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারের বড় বিনিয়োগেরে খবরে পুঁজিবাজারে লেনেদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন এক হাজার ১১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি গত ১৬ ফেব্রুয়ারি বা দেড় মাসপর একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অব্যাহত ছিল। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৯টি কোম্পানির ২১ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩১ কোটি ৩২ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৮ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৪ পয়েন্টে উঠে আসে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩০৯টি কোম্পানির ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৭২৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৬১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন সিএসইতে ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৪৫ পয়েন্ট নেমে আসে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ডিএসইতে দেড় মাসে সর্বোচ্চ লেনদেন

আপডেট সময় : ০২:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : শেয়ারের বড় বিনিয়োগেরে খবরে পুঁজিবাজারে লেনেদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন এক হাজার ১১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি গত ১৬ ফেব্রুয়ারি বা দেড় মাসপর একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অব্যাহত ছিল। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৯টি কোম্পানির ২১ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩১ কোটি ৩২ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৮ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৪ পয়েন্টে উঠে আসে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩০৯টি কোম্পানির ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৭২৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৬১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন সিএসইতে ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৪৫ পয়েন্ট নেমে আসে।