নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক আবার হোঁচট খেয়েছে। এতে লেনদেন আরও নি¤œমুখী হয়ে আড়াই মাসের মধ্যে সর্বনি¤েœ নেমেছে। সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দুদিনের ঊর্ধ্বমুখী ধারার সুবিধা নিয়ে অনেকে দিনের শুরুতেই মুনাফা তুলে নিতে থাকেন। এতে একে একে বেশির ভাগ শেয়ার দর হারাতে শুরু করলে সূচকও নি¤œমুখী হয়ে যায়। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৯ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে। অপর পুঁজিবাজার সিএসইতেও সূচক কমেছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৪৯ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ১৯ হাজার ৫৭০ দশমিক শূন্য ৯ পয়েন্টে নেমেছে। গতকাল বুধবার ঢাকার বাজারে শেয়ার লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার, যা আগের কর্মদিবসে ছিল ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। এ লেনদেন গত আড়াই মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর, সেদিন শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ৬৫২ কোটি টাকা। দিন শেষে দেখা গেছে, ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির এবং কমেছে ২৮৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ দশমিক ৪২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭০ দশমিক ৫১ পয়েন্টে। এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। সিএসইতে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। গতকাল বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৫ দশমিক ১২ শতাংশ বা ৪ কোটি ৪২ লাখ টাকা কম। এদিন মোট ২৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৯ কোটি ১৯ লাখ টাকা।