নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ৫ হাজার ৬০০ পয়েন্ট অতিক্রম করেছে; যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ উত্থান সূচকটির। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ছিল আগের দিন থেকে ৮৭ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৩ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, দর কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির
জনপ্রিয় সংবাদ