ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

ডিএনসিসিতে ৪৮০৬ কোটি টাকার বাজেট পাস

  • আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চার হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়েছে।
গতকাল সোমবার ডিএনসিসির দ্বিতীয় পরিষদের সপ্তম করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ সভার আয়োজন করা হয়। বিদ্যমান করোনা পরিস্থিতিতে একটি সময়োপযোগী ও চমৎকার বাজেট উপহার দেওয়ায় সভায় সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে মেয়র আতিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এ সময় ডিএনসিসি মেয়র বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্টু লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারির মধ্যে রয়েছে। করোনার বিস্তার রোধকল্পে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের প্রশংসা করেন। এছাড়া তিনি ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোকপাত করেন। সভায় জুম প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে ডিএনসিসির বিভাগীয় প্রধান ও কাউন্সিলররা সংযুক্ত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলের আগে ত্বককে রাখবে সতেজ যে প্যাক

ডিএনসিসিতে ৪৮০৬ কোটি টাকার বাজেট পাস

আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চার হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়েছে।
গতকাল সোমবার ডিএনসিসির দ্বিতীয় পরিষদের সপ্তম করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ সভার আয়োজন করা হয়। বিদ্যমান করোনা পরিস্থিতিতে একটি সময়োপযোগী ও চমৎকার বাজেট উপহার দেওয়ায় সভায় সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে মেয়র আতিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এ সময় ডিএনসিসি মেয়র বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্টু লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারির মধ্যে রয়েছে। করোনার বিস্তার রোধকল্পে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের প্রশংসা করেন। এছাড়া তিনি ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোকপাত করেন। সভায় জুম প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে ডিএনসিসির বিভাগীয় প্রধান ও কাউন্সিলররা সংযুক্ত ছিলেন।