নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিস্তার রোধে বিতরণের জন্য বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম ক্রেতা প্রতিষ্ঠান ফ্রেঞ্চ রিটেইলার, ডিক্যাথলন, জায়ান্ট গ্রুপ এবং উর্মি গ্রুপ ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) ৪০ হাজার পিস মাস্ক প্রদান করেছে। বৃহস্পতিবার (২৭ মে) ডিএনসিসি কার্যালয়ে মেয়র মো. আতিকুল ইসলামকে এসব মাস্ক হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বিজিএমইএ সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল এবং ডিক্যাথলন ও উর্মি গ্রুপের (তুরাগ) প্রতিনিধিরা। ডিএনসিসিকে দেয়া মাস্কের মধ্যে ডিক্যাথলন ১০ হাজার, জায়ান্ট গ্রুপ ১০ হাজার এবং উর্মি গ্রুপ দিয়েছে ২০ হাজার মাস্ক। মেয়র মাস্ক বিতরণ কার্যক্রমে এগিয়ে আসার জন্য বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠান জায়ান্ট গ্রুপ, উর্মি গ্রুপ ও ডিক্যাথলনকে ধন্যবাদ জানান। মেয়র আশা করেন যে, পোশাক শিল্পের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোও এই মহতী দৃষ্টান্ত অনুসরণ করে এগিয়ে আসবে।
বিজিএমইএ সভাপতি করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
ডিএনসিসিকে ৪০ হাজার মাস্ক দিল পোশাক শিল্পের তিন প্রতিষ্ঠান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ