আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের আগে করোনার পরীক্ষার বাধ্যবাধকতাকে প্রত্যাখানকে করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পিসিআর টেস্টের মাধ্যমে রাশিয়া ম্যাঁক্রো’র ডিএনএ পেতে পারে এমন আশঙ্কায় করোনা পরীক্ষা থেকে বিরত থাকেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
ফ্রান্সের সূত্রে বিবিসি জানায়, টেস্টের জন্য যে স্বাস্থ্য সংক্রান্ত প্রটোকল দরকার তা একেবারেই অগ্রহণযোগ্য এবং ফ্রান্সের প্রেসিডেন্টর শিডিউলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই দুই নেতা সোমবারে বৈঠকে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠক সমাপ্ত করেছেন। এমনকি তারা হাতও মেলাননি, ৪ মিটার দূরত্বের টেবিলে বসে আলাপচারিতা সেরেছেন।
রাশিয়া’র কূটনৈতিক সূত্র বলছে, পুতিনের কাছাকাছি যাওয়ার জন্য তাকে পিসিআর টেস্ট করতে হবে অন্যথায় কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
ডিএনএ ব্যবহারের শঙ্কায় রাশিয়ায় করোনা পরীক্ষা করেননি ম্যাঁক্রো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ