নিজস্ব প্রতিবেদক : ঢাকায় কর্মরত সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-(ডিআরইউর) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন নজরুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম হাসিব। আগামী এক বছর তাদের নেতৃত্বে পরিচালিত হবে ডিআরইউ।
গতকাল মঙ্গলবার সকাল আটটায় শুরু হওয়া নির্বাচনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট দেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশে সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউর সদস্যরা। এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন প্রার্থী। বাকি দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন ভোটে অংশ নেন।
ডিআরইউ’র নেতৃত্বে মিঠু-হাসিব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ