ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ডায়রিয়া রোগী বাড়ছে

  • আপডেট সময় : ১২:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় হঠাৎ করে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত দুদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। এছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১০-১২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, বুধবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন কোদালধোয়া গ্রামের বিপ্লব পা-ের সাত বছরের ছেলে অভি পা-ে, তালতা গ্রামের আনিছ আকনের ১০ মাসের ছেলে জিহাদ আকন, বাগধা গ্রামের রবিউল সিকদারের ১০ মাসের ছেলে আব্দুল আলিম, কাঠিরা গ্রামের নাছির হাওলাদারের পাঁচ মাসের মেয়ে তাসফিয়া আক্তার, সেরাল গ্রামের জাকির হোসেন ব্যাপারীর চার মাসের ছেলে ওসমান, কাঠিরা গ্রামের অমল হালদারের ছেলে অরুণ হালদার (২২) ও মোল্লাপাড়া গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে ভাষাই হাওলাদার (৭০)। মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, অধিক গরম, অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানি পানের কারণে দিন দিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ সময় শিশুরাও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিবার পায়খানার পর শিশুর যত কেজি ওজন, তত চা-চামচ বা যতটুকু পায়খানা হয়েছে, আনুমানিক সেই পরিমাণ খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। খাওয়ার স্যালাইনের পাশাপাশি দুই বছরের কম বয়সী শিশু অবশ্যই মায়ের দুধ খাবে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডায়রিয়া রোগী বাড়ছে

আপডেট সময় : ১২:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২

বরিশাল সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় হঠাৎ করে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত দুদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। এছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১০-১২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, বুধবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন কোদালধোয়া গ্রামের বিপ্লব পা-ের সাত বছরের ছেলে অভি পা-ে, তালতা গ্রামের আনিছ আকনের ১০ মাসের ছেলে জিহাদ আকন, বাগধা গ্রামের রবিউল সিকদারের ১০ মাসের ছেলে আব্দুল আলিম, কাঠিরা গ্রামের নাছির হাওলাদারের পাঁচ মাসের মেয়ে তাসফিয়া আক্তার, সেরাল গ্রামের জাকির হোসেন ব্যাপারীর চার মাসের ছেলে ওসমান, কাঠিরা গ্রামের অমল হালদারের ছেলে অরুণ হালদার (২২) ও মোল্লাপাড়া গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে ভাষাই হাওলাদার (৭০)। মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, অধিক গরম, অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানি পানের কারণে দিন দিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ সময় শিশুরাও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিবার পায়খানার পর শিশুর যত কেজি ওজন, তত চা-চামচ বা যতটুকু পায়খানা হয়েছে, আনুমানিক সেই পরিমাণ খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। খাওয়ার স্যালাইনের পাশাপাশি দুই বছরের কম বয়সী শিশু অবশ্যই মায়ের দুধ খাবে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন।