ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ডায়রিয়া, ঈদের ছুটির কয়েকদিনে হাসপাতালে ২৪১১

  • আপডেট সময় : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী এবং এর পার্শ্ববর্তী এলাকায় ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। তারপরও গত চার দিনের ঈদের ছুটিতে গড়ে আক্রান্ত হয়ে আইসিডিডিআর’বি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো ৬ শতাধিকের উপরেই রয়েছে।
ঈদের ছুটিতে মে মাসের প্রথম চার দিনে এখন পর্যন্ত ২ হাজার ৪১১ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইসিডিডিআর’বিতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আইসিডিডিআর’বির জনসংযোগ শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইসিডিডিআর’বি হাসপাতালে পহেলা মে ৬৩১ জন, ২ মে ৫৫৯ জন, ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং বৃহস্পতিবার (৫ মে) সকাল দশটা পর্যন্ত ১৫১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
তারিফুল ইসলাম বলেন, ‘অনেক পেশার মানুষের ঈদের ছুটি থাকলেও আমাদের স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া প্রকোপ মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও ডায়রিয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’
আক্রান্তের সংখ্যা গড়ে ৫০০ এর নিচে চলে আসলে সেটিকে স্বাভাবিক অবস্থা ধরে নেওয়া যাবে বলে জানান আইসিডিডিআর’বির অ্যাসিস্ট্যান্ট সায়েনটিস্ট ডা. শোয়েব বিন ইসলাম।
উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম ১ হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। এর পরদিনই (১৭ মার্চ) আরও ১ হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন।
তবে, ৮ এপ্রিলের পর হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে। এরপর ১৪ এপ্রিল দীর্ঘ একমাস পর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডায়রিয়া, ঈদের ছুটির কয়েকদিনে হাসপাতালে ২৪১১

আপডেট সময় : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী এবং এর পার্শ্ববর্তী এলাকায় ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। তারপরও গত চার দিনের ঈদের ছুটিতে গড়ে আক্রান্ত হয়ে আইসিডিডিআর’বি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো ৬ শতাধিকের উপরেই রয়েছে।
ঈদের ছুটিতে মে মাসের প্রথম চার দিনে এখন পর্যন্ত ২ হাজার ৪১১ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইসিডিডিআর’বিতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আইসিডিডিআর’বির জনসংযোগ শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইসিডিডিআর’বি হাসপাতালে পহেলা মে ৬৩১ জন, ২ মে ৫৫৯ জন, ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং বৃহস্পতিবার (৫ মে) সকাল দশটা পর্যন্ত ১৫১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
তারিফুল ইসলাম বলেন, ‘অনেক পেশার মানুষের ঈদের ছুটি থাকলেও আমাদের স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া প্রকোপ মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও ডায়রিয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’
আক্রান্তের সংখ্যা গড়ে ৫০০ এর নিচে চলে আসলে সেটিকে স্বাভাবিক অবস্থা ধরে নেওয়া যাবে বলে জানান আইসিডিডিআর’বির অ্যাসিস্ট্যান্ট সায়েনটিস্ট ডা. শোয়েব বিন ইসলাম।
উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম ১ হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। এর পরদিনই (১৭ মার্চ) আরও ১ হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন।
তবে, ৮ এপ্রিলের পর হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে। এরপর ১৪ এপ্রিল দীর্ঘ একমাস পর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে।