ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ডাচ ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর হলেন ডি ইয়ং

  • আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : জাতীয় দল তো বটেই, ঘরোয়া ফুটবলের উন্নতির জন্য নাইজেল ডি ইয়ংকে বেছে নিয়েছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে কেএনভিবি। ডি ইয়ংকে নিয়োগ দেওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। সাবেক এই ফুটবলারের দায়িত্বের পরিসর বেশ বিস্তৃত। জাতীয় দল, পুরুষ ও নারী ফুটবল এবং নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের কৌশলগত বিষয়গুলো নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজের ভার তুলে দেওয়া হয়েছে তার কাঁধে। ফুটবলে ডাচদের ঐতিহ্যের প্রসঙ্গ টেনে ডি ইয়ংও প্রতিশ্রুতি দিয়েছেন কাজ করে যাওয়ার। কেবল জাতীয় দল নয়, ক্লাব ফুটবলে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতাও নতুন পথচলায় কাজে লাগাতে চান তিনি। “ডাচদের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতে চাই আমি। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকার আকাঙ্ক্ষা নেদারল্যান্ডসের সবসময়ই আছে। বর্তমানে আমাদের যে মেধা আছে এবং অতীতেও যা ছিল, এগুলো আমাদের আকাক্সক্ষাকে সত্য বলে প্রতীয়মান করে।”
“ফুটবলের শীর্ষ পর্যায়ে কাজ করার জন্য প্রয়োজন নির্দিষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা। খেলোয়াড়ি জীবনে আমি সে অভিজ্ঞতা নেদারল্যান্ডসে এবং এর বাইরের বিভিন্ন ক্লাবে অর্জন করেছি এবং সেটা এখন কাজে লাগাব।” ৩৮ বছর বয়সী ডি ইয়ং নেদারল্যান্ডের জার্সিতে ৮১ ম্যাচ খেলেন। বর্ণিল ক্লাব ক্যারিয়ারে খেলেছেন আয়াক্স, হামবুর্গ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও গালাতাসারাইয়ে। সবশেষ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা সুখকর হয়নি। জমজমাট কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। পরে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসী সাহেব আলীকে ছিনিয়ে নিলো সহযোগীরা

ডাচ ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর হলেন ডি ইয়ং

আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : জাতীয় দল তো বটেই, ঘরোয়া ফুটবলের উন্নতির জন্য নাইজেল ডি ইয়ংকে বেছে নিয়েছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে কেএনভিবি। ডি ইয়ংকে নিয়োগ দেওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। সাবেক এই ফুটবলারের দায়িত্বের পরিসর বেশ বিস্তৃত। জাতীয় দল, পুরুষ ও নারী ফুটবল এবং নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের কৌশলগত বিষয়গুলো নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজের ভার তুলে দেওয়া হয়েছে তার কাঁধে। ফুটবলে ডাচদের ঐতিহ্যের প্রসঙ্গ টেনে ডি ইয়ংও প্রতিশ্রুতি দিয়েছেন কাজ করে যাওয়ার। কেবল জাতীয় দল নয়, ক্লাব ফুটবলে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতাও নতুন পথচলায় কাজে লাগাতে চান তিনি। “ডাচদের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতে চাই আমি। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকার আকাঙ্ক্ষা নেদারল্যান্ডসের সবসময়ই আছে। বর্তমানে আমাদের যে মেধা আছে এবং অতীতেও যা ছিল, এগুলো আমাদের আকাক্সক্ষাকে সত্য বলে প্রতীয়মান করে।”
“ফুটবলের শীর্ষ পর্যায়ে কাজ করার জন্য প্রয়োজন নির্দিষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা। খেলোয়াড়ি জীবনে আমি সে অভিজ্ঞতা নেদারল্যান্ডসে এবং এর বাইরের বিভিন্ন ক্লাবে অর্জন করেছি এবং সেটা এখন কাজে লাগাব।” ৩৮ বছর বয়সী ডি ইয়ং নেদারল্যান্ডের জার্সিতে ৮১ ম্যাচ খেলেন। বর্ণিল ক্লাব ক্যারিয়ারে খেলেছেন আয়াক্স, হামবুর্গ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও গালাতাসারাইয়ে। সবশেষ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা সুখকর হয়নি। জমজমাট কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। পরে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা।