ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ডাক বিভাগের গাড়িতে বিমানবন্দরে ইয়াবা, যাচ্ছিল সৌদি আরব

  • আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রিয়াদের পাঠানোর জন্য ডাক বিভাগের গাড়িতে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা একটি কাপড়ের কার্টনে ইয়াবা পেয়েছে পুলিশ।
গতকাল বুধবার বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে ইয়াবার চালানটি আটক করা হয় বলে অ্যাভিয়েশন সিকিউরিটির অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সকাল ৭টার দিকে পোস্ট অফিসের গাড়িতে করে দেশের বাইরে পাঠানোর উদ্দেশ্য কিছু মালামাল আসে। এসব মালামাল হ্যাঙ্গার গেটে স্ক্যান করার সময় একটি কার্টনে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে।
“কার্টনটি খুলে কিছু কাপড় পাওয়া যায়, তার ভেতরে কৌশলে ইয়াবা রাখা ছিল। আমরা দুই হাজার ৩৫৫টি ইয়াবা পেয়েছি।” শাহরিয়ার বলেন, রিয়াদে একজনকে পাঠাতে কার্টনটি গাজীপুর পোস্ট অফিস থেকে কেন্দ্রীয় ডাকঘর হয়ে বিমানবন্দরে আসে। পরে চালানটি নিয়ে আসা ডাকঘরের গাড়িচালকসহ ৪ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হয় বলে তিনি জানান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জমিয়তের সঙ্গে সমঝোতা করে ৪টি আসন ছেড়ে দিলো বিএনপি

ডাক বিভাগের গাড়িতে বিমানবন্দরে ইয়াবা, যাচ্ছিল সৌদি আরব

আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রিয়াদের পাঠানোর জন্য ডাক বিভাগের গাড়িতে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা একটি কাপড়ের কার্টনে ইয়াবা পেয়েছে পুলিশ।
গতকাল বুধবার বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে ইয়াবার চালানটি আটক করা হয় বলে অ্যাভিয়েশন সিকিউরিটির অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সকাল ৭টার দিকে পোস্ট অফিসের গাড়িতে করে দেশের বাইরে পাঠানোর উদ্দেশ্য কিছু মালামাল আসে। এসব মালামাল হ্যাঙ্গার গেটে স্ক্যান করার সময় একটি কার্টনে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে।
“কার্টনটি খুলে কিছু কাপড় পাওয়া যায়, তার ভেতরে কৌশলে ইয়াবা রাখা ছিল। আমরা দুই হাজার ৩৫৫টি ইয়াবা পেয়েছি।” শাহরিয়ার বলেন, রিয়াদে একজনকে পাঠাতে কার্টনটি গাজীপুর পোস্ট অফিস থেকে কেন্দ্রীয় ডাকঘর হয়ে বিমানবন্দরে আসে। পরে চালানটি নিয়ে আসা ডাকঘরের গাড়িচালকসহ ৪ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হয় বলে তিনি জানান।