নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছেন আনসার ভিডিপির সদস্যরা। গতকাল শনিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার হেতেমদী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার। আটকরা হলেন-মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া, দৌলতপুর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন এবং কির্ত্তীবাসদী গ্রামের মো. আল-আমিন হোসেন। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলাজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। ভোর ৫টার দিকে হেতেমদী পেট্রল পাম্পের কর্মচারীরা তিনজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করে। পরে টহলরত আনসার তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
জনপ্রিয় সংবাদ