নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ে জড়িত দুজনসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন। এর আগে, রোববার (৩০ অক্টোবর) রাতে মাধবদী থানার বালুসাইর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দেওথান গ্রামের আয়নুল হকের ছেলে মাসুদ রানা (২৪), ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহর গ্রামের মৃত মান্নান হাওলাদারের ছেলে মো. মিজান (৩৫), একই থানার কাঠিপাড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. শাহাবুদ্দিন (২৯), শরীয়তপুর জেলার পালং মডেল থানার পশ্চিম চরসন্ধি গ্রামের নুরুল আমিন মল্লিকের ছেলে মো. ইকবাল হোসেন মল্লিক (৩৬) ও বরিশাল জেলার মূলাদী থানার ভেলরিয়া গ্রামের মজিবুরের ছেলে মো. ইমরান (৩২)।