নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৪২ জন ফরম সংগ্রহ করেন সোমবার শেষ দিনে এসে। আগের আট দিনে নেন ১২৩ জন।
সোমবার (১৮ আগস্ট) বিকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্রিফিংয়ে এসে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ব্রিফিংয়ে বলা হয়, হল সংসদ নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭ ও জসীমউদ্দিন হলে ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮, এফ রহমান হলে ৭৩ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২২৬ জন।
মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরের দিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হওয়ার কথা তফসিল ৯ সেপ্টেম্বর।
ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে প্রার্থীতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।
ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। ২৮ সদস্যের এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।
বাম জোট প্যানেলের নেতৃত্বে ইমি ও মেঘমল্লার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট প্যানেল। প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নেবেন শামছুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। তবে এখনও তারা সম্পূর্ণ প্যানেলে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করেননি।
সোমবার (১৮ আগস্ট) বিকালে ‘আমরা করবো জয়’ গানটি সমস্বরে গাইতে গাইতে তারা মনোনয়ন ফরম নিতে আসেন এবং ফরম নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজেদের কিছু দাবি তুলে ধরেন।
গণতান্ত্রিক ছাত্রজোটের দাবিগুলো হলো-
১. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সঙ্গে জড়িত সব ব্যক্তির তালিকা প্রকাশ করে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সব নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।
২. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।
৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনি প্রচারণার নিয়মনীতি কী হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।
৪. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত ১৫ দিন আগে থেকে সব পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপর্যাপ্ততা দূর করতে হবে।
৫. অনলাইনভিত্তিক গুজব ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সব গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৬. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।
উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে জানা গেছে। উমামা ফাতেমা বলেন, আমরা যোগ্যতা দেখে আগামীকাল (মঙ্গলবার) প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব।
অনিশ্চয়তার মধ্যে মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রদলের নেতাকর্মীরা: কেন্দ্রীয়ভাবে সংগঠন থেকে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেকটা অনিশ্চয়তার মধ্যেই মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম কেনার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এবং হল সংসদগুলোতে ঘুরে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা এককভাবে নিজ উদ্যোগে মনোনয়ন ফরম কিনছেন। সংগঠন থেকে কোথায় কাকে দেওয়া হবে, এখনো আনুষ্ঠানিকভাবে কোনকিছু না জানানোয় কেউই জানছেন না তারা কেন্দ্রে নাকি হলে, কোথায় নির্বাচন করবেন। সে ক্ষেত্রে অনেকটা ধারণার ওপর মনোনয়ন ফরম কিনছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মী জানান, আজকে মনোনয়ন ফরম কেনার শেষ দিন। কিন্তু সাংগঠনিকভাবে এখনো আমাদের কোনো কিছু জানানো হয়নি। আমরা এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই মনোনয়ন ফরম কিনলাম। এখন সেন্ট্রালের ফরম কিনলাম, কিন্তু পরে দেখা যাবে হল সংসদে নির্বাচন করার জন্য বলা হবে। সেক্ষেত্রে ঝামেলায় পড়ে যেতে পারি। সে কথা চিন্তা করে হল সংসদেও ফরম কিনে রাখতে হচ্ছে। তারা বলেন, দুই জায়গায় ফরম কেনার ফলে টাকাও দুই জায়গায় খরচ হচ্ছে। আবার দল থেকে মনোনয়ন পাবো কি না, সেটাও অনিশ্চিত। ফরম কেনার শেষ দিনেরও অর্ধেক চলে গেলো, কিন্তু এখন পর্যন্ত কোনা সাংগঠনিক সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে কল দিলে তারা মন্তব্য করতে রাজি হননি।