নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস-এর সাংবাদিক তরিক শিবলী’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্বপালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চ্যানেল এস-এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী তরিক শিবলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে টেলিভিশন লাইভে যুক্ত ছিলেন, এখন শুধুই স্মৃতি। ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রিয় সহকর্মী চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার ‘তরিকুল ইসলাম শিবলী’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ওআ/আপ্র/০৯/০৯/২০২৫