ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ডিএমপির কন্ট্রোল রুম, মিডিয়া সেন্টার

  • আপডেট সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কাভার করতে আসা সাংবাদিকদের বিশ্রাম ও কাজের সুবিধার্থে ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি মিডিয়া সেন্টার খোলা হচ্ছে। এছাড়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে যেসব সাংবাদিক ক্যাম্পাসে আসবেন তাদের বিশ্রাম ও কাজের সুবিধার্থে ডাকসু ক্যাফেটেরিয়ায় একটি মিডিয়া সেন্টার খোলা হচ্ছে।
ফররুখ মাহমুদ বলেন, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে মিডিয়া সেন্টারটি ব্যবহার করা যাবে। তবে সেখানে আলাদা করে কোনো মিডিয়া টক শো বা কোনো প্রোগ্রামের আয়োজন করা যাবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ তার বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার মধ্যে বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচি: ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে।
প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার শনাক্তকরণ: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে “Verified DUCSU Voter প্রদর্শন করবে। ভোটার নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয়পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয়পত্রে প্রভোস্টের সই যাচাই করা হবে।
প্রবেশদ্বার যারা ব্যবহার করতে পারবেন: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারী। এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির কন্ট্রোল রুম স্থাপন: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডাস এলাকা ঘুরে দেখা যায়, স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনের মাঠের বেশিরভাগ অংশজুড়ে এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার উদ্দেশ্যে এরই মধ্যে এই কন্ট্রোল রুম থেকে কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে সার্বক্ষণিক ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক হল এবং ভোটকেন্দ্রগুলোর ওপর পর্যবেক্ষণ চালানো হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন এবং তার আগে-পরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সর্বোচ্চ প্রস্তুত। এই কন্ট্রোল রুম থেকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া নির্বাচন কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স। ছাত্র সংগঠনগুলোও নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডাকসু নির্বাচনে ডিএমপির কন্ট্রোল রুম, মিডিয়া সেন্টার

আপডেট সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কাভার করতে আসা সাংবাদিকদের বিশ্রাম ও কাজের সুবিধার্থে ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি মিডিয়া সেন্টার খোলা হচ্ছে। এছাড়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে যেসব সাংবাদিক ক্যাম্পাসে আসবেন তাদের বিশ্রাম ও কাজের সুবিধার্থে ডাকসু ক্যাফেটেরিয়ায় একটি মিডিয়া সেন্টার খোলা হচ্ছে।
ফররুখ মাহমুদ বলেন, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে মিডিয়া সেন্টারটি ব্যবহার করা যাবে। তবে সেখানে আলাদা করে কোনো মিডিয়া টক শো বা কোনো প্রোগ্রামের আয়োজন করা যাবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ তার বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার মধ্যে বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচি: ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে।
প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার শনাক্তকরণ: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে “Verified DUCSU Voter প্রদর্শন করবে। ভোটার নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয়পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয়পত্রে প্রভোস্টের সই যাচাই করা হবে।
প্রবেশদ্বার যারা ব্যবহার করতে পারবেন: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারী। এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির কন্ট্রোল রুম স্থাপন: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডাস এলাকা ঘুরে দেখা যায়, স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনের মাঠের বেশিরভাগ অংশজুড়ে এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার উদ্দেশ্যে এরই মধ্যে এই কন্ট্রোল রুম থেকে কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে সার্বক্ষণিক ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক হল এবং ভোটকেন্দ্রগুলোর ওপর পর্যবেক্ষণ চালানো হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন এবং তার আগে-পরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সর্বোচ্চ প্রস্তুত। এই কন্ট্রোল রুম থেকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া নির্বাচন কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স। ছাত্র সংগঠনগুলোও নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেছে।