প্রযুক্তি ডেস্ক : একটি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে সামাজিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক, যার মাধ্যমে কমেন্টে ‘ডাউনভোট’ দিতে পারবেন ব্যবহারকারী।
গত মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী, ভিডিও’র নীচে বিভিন্ন কমেন্টের সঙ্গে থাকা লাইক বাটনের পাশে দেখা যাবে নতুন এই বাটন। একটি ‘থাম্বস-ডাউন’ আইকন হিসেবে থাকবে এটি, যেটিতে ক্লিক করতে পারবেন ব্যবহারকারী। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, পরীক্ষামূলক হিসেবে ফিচারটির প্রথম ঘোষণা এসেছিল গেল এপ্রিলে। টিকটক বলছে, এখন থেকে ফিচারটি বৈশ্বিকভাবে চালাতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, ডাউনভোট বাটনে পুনরায় চাপ দিয়ে এটি আনডু করতে পারবেন তারা।
ভিডিও’র বিভিন্ন কমেন্টের লাইক সংখ্যা দেখা গেলেও ডাউনভোট সংখ্যা সবাই দেখতে পাবেন না। এর থেকে ইঙ্গিত মিলছে যে কেবল একটি ‘ব্যাক-এন্ড মডারেশন টুল’ হিসেবে কাজ করবে ডাউনভোট বাটনটি। ভার্জের মতে, “টিকটক এখনও নিশ্চিত নয় তারা কীভাবে এটি ব্যবহার করবে”।
টিকটক বলছে, কমেন্টে ডাউনভোট করা ‘সরাসরি কমিউনিটির কাছ থেকে ফিডব্যাক শোনার একটি নতুন উপায়’। পাশাপশি, যেসব কমেন্ট ‘অপ্রাসঙ্গিক বা অনুপযুক্ত’ সেগুলো আরও ভালোভাবে শনাক্ত করতে পারবে প্ল্যাটফর্মটি।
নতুন কমেন্ট ডাউনভোট ফিচার এলেও, বিভিন্ন টিকটক নীতিমালা লঙ্ঘন করা কমেন্ট সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ এখনও পাবেন ব্যবহারকারী। রেডিটের মতো অন্যান্য প্ল্যাটফর্মে বেশ আগে থেকেই ছিল কনটেন্ট ডাউনভোট দেওয়ার অপশন। একে কমিউনিটি সদস্যদের দ্বিমত পোষণ ও প্রতিক্রিয়া পরিমাপের একটি সার্বজনীন উপায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
সম্প্রতি টিকটকের নতুন ফিচারের মতো একই ধরনের একটি পরীক্ষা করেছে টুইটার। ব্যবহারকারী কোন ধরনের কনটেন্ট প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করেন ও এর পর সেই অনুযায়ী প্রকাশিত ‘রিপ্লাই’তে সামঞ্জস্য আনার উপায় হিসেবে এই পরীক্ষা চালিয়েছিল প্ল্যাটফর্মটি।
‘ডাউনভোট’ দেওয়ার সুযোগ আনলো টিকটক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ