ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

  • আপডেট সময় : ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ীতে পলিকন লিমিটেড নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কারখানা কর্তৃপক্ষ মূল ফটকে বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়। পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার ক্রাইসিসের কারণে গত এক বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়।

এ ছাড়া ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০% কমে যায়। নোটিশে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের লোন, বকেয়া বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবত শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।

পলিকন লিমিটেডের শ্রমিক ইকবাল হোসেন বলেন, ১৭ বছর যাবত এই কারখানায় চাকরি করি। চার মাসের বকেয়া বেতন পাব। গতকালও আমরা ডিউটি করে গেছি। সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নেব? কীভাবে চলবে আমাদের সংসার? জাহাঙ্গীর আলম নামে মেকানিক্যাল সেকশনের এক শ্রমিক বলেন, ৩৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। কাজ করার সময় আমার হাতের একটি আঙুল কেটে যায়। হঠাৎ করে কারখানা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিলো। মালিক আমাদের কথা চিন্তা করলো না। এ বয়সে কোথায় চাকরি নেব? বউ-পোলাপান না খেয়ে মরবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বরের বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ দিয়েছে।

যাইহোক আমাদের পাওনা পরিশোধ করে বন্ধ দিক। এ বিষয়ে জানতে পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার (১২ জানুয়ারি) নভেম্বর মাসের বেতন দেবে এবং ১৩ জানুয়ারি (সোমবার) শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে তাদের বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

আপডেট সময় : ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ীতে পলিকন লিমিটেড নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কারখানা কর্তৃপক্ষ মূল ফটকে বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়। পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার ক্রাইসিসের কারণে গত এক বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়।

এ ছাড়া ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০% কমে যায়। নোটিশে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের লোন, বকেয়া বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবত শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।

পলিকন লিমিটেডের শ্রমিক ইকবাল হোসেন বলেন, ১৭ বছর যাবত এই কারখানায় চাকরি করি। চার মাসের বকেয়া বেতন পাব। গতকালও আমরা ডিউটি করে গেছি। সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নেব? কীভাবে চলবে আমাদের সংসার? জাহাঙ্গীর আলম নামে মেকানিক্যাল সেকশনের এক শ্রমিক বলেন, ৩৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। কাজ করার সময় আমার হাতের একটি আঙুল কেটে যায়। হঠাৎ করে কারখানা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিলো। মালিক আমাদের কথা চিন্তা করলো না। এ বয়সে কোথায় চাকরি নেব? বউ-পোলাপান না খেয়ে মরবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বরের বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ দিয়েছে।

যাইহোক আমাদের পাওনা পরিশোধ করে বন্ধ দিক। এ বিষয়ে জানতে পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার (১২ জানুয়ারি) নভেম্বর মাসের বেতন দেবে এবং ১৩ জানুয়ারি (সোমবার) শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে তাদের বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।