নিজস্ব প্রতিবেদক : দিন যতই যাচ্ছে ডলারের সংকট ততই বাড়ছে। ফলে, ডলারের দামও দিন দিন ঊর্ধ্বমুখী। গতকাল সোমবার ব্যাংকগুলোর কাছে সর্বশেষ ৯৪ টাকা ৭০ পয়সা দরে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু খোলা বাজারে সর্বশেষ প্রতি ডলার ১০৭ টাকা থেকে ১০৭.৫০ টাকায় বিক্রি হয়েছে। রোববার ডলারের দাম ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। এক দিনের ব্যবধানে টাকার মান কমলো ২৫ পয়সা। রোববার (২৪ জুলাই) খোলা বাজারে ডলার ১০৪.৫০ টাকা থেকে ১০৪.৮০ টাকায় বিক্রি হয়েছিল। সোমবার ব্যাংকগুলোতেই ১০১ টাকা থেকে ১০২ টাকায় ডলার বিক্রি হয়। রাজধানীর মতিঝিলের অর্নেট মানি এক্সচেঞ্জের মাসুম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ আমরা সর্বশেষ প্রতি ডলার ১০৭ টাকায় বিক্রি করেছি।’ গুডউইল মানি এক্সচেঞ্জের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা প্রতি ডলার ১০৭ টাকা থেকে ১০৭.৫০ টাকায় বিক্রি করেন। তিন মাসের মধ্যে ১৮ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। আলোচ্য সময়ে টাকার মান কমেছে ৮.২৫ টাকা। এর আগে গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পরবর্তী সময়ে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। বাজারের উপর ছেড়ে দেওয়ার পর দু-এক দিন পরপরই বাড়ছে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার ৯৪.৭০ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ১৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৯৪.৭০ টাকা। নিয়ম অনুযায়ী, এটাই ডলারের আনুষ্ঠানিক দর।