ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ডলারের ওপর থেকে আস্থা চলে গেছে : পুতিন

  • আপডেট সময় : ১২:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, মার্কিন ডলার এবং ইউরোর মতো প্রচলিত মুদ্রার ওপর থেকে আস্থা চলে গেছে। এসব মুদ্রা এখন আর আন্তর্জাতিক লেনদেনের জন্য ভিত্তি হতে পারে না। গত বুধবার রুশ প্রেসিডেন্ট এ বক্তব্য দেন। তিনি বলেন, ধীরে ধীরে রাশিয়া অনির্ভরযোগ্য এইসব মুদ্রা থেকে সরে আসছে। পশ্চিমা দেশগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। লেনদেনের ক্ষেত্রে ডলার, ইউরো এবং পাউন্ড স্টার্লিংয়ের ওপর থেকে আস্থা উঠে গেছে। এসব মুদ্রা রিজার্ভ এবং সম্পদ হিসেবে জমা রাখার মতো এখন আর কিছু না। ভ্লাডিভস্টকে ‘ইস্টার্ন ইকোনমিক ফোরাম’র বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, ডলার এবং পাউন্ড স্টার্লিংয়ের এই প্রবণতার কারণে রাশিয়া এবং আরো অনেক দেশ অন্য মুদ্রা ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছে। এ ক্ষেত্রে চীনের মুদ্রা ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ধীরে ধীরে আমরা এইসব অনির্ভরযোগ্য মুদ্রা থেকে দূরে সরে আসছি, এমনকি আমেরিকার মিত্ররা পর্যন্ত ডলারে সঞ্চয় এবং পেমেন্ট কমিয়ে দিয়েছে। এছাড়া, গ্যাসের মূল্য পরিশোধের ক্ষেত্রে মঙ্গলবার থেকে রাশিয়া এবং চীন রুবল ও ইউয়ান ব্যবহার করার ব্যাপারে একমত হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডলারের ওপর থেকে আস্থা চলে গেছে : পুতিন

আপডেট সময় : ১২:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, মার্কিন ডলার এবং ইউরোর মতো প্রচলিত মুদ্রার ওপর থেকে আস্থা চলে গেছে। এসব মুদ্রা এখন আর আন্তর্জাতিক লেনদেনের জন্য ভিত্তি হতে পারে না। গত বুধবার রুশ প্রেসিডেন্ট এ বক্তব্য দেন। তিনি বলেন, ধীরে ধীরে রাশিয়া অনির্ভরযোগ্য এইসব মুদ্রা থেকে সরে আসছে। পশ্চিমা দেশগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। লেনদেনের ক্ষেত্রে ডলার, ইউরো এবং পাউন্ড স্টার্লিংয়ের ওপর থেকে আস্থা উঠে গেছে। এসব মুদ্রা রিজার্ভ এবং সম্পদ হিসেবে জমা রাখার মতো এখন আর কিছু না। ভ্লাডিভস্টকে ‘ইস্টার্ন ইকোনমিক ফোরাম’র বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, ডলার এবং পাউন্ড স্টার্লিংয়ের এই প্রবণতার কারণে রাশিয়া এবং আরো অনেক দেশ অন্য মুদ্রা ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছে। এ ক্ষেত্রে চীনের মুদ্রা ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ধীরে ধীরে আমরা এইসব অনির্ভরযোগ্য মুদ্রা থেকে দূরে সরে আসছি, এমনকি আমেরিকার মিত্ররা পর্যন্ত ডলারে সঞ্চয় এবং পেমেন্ট কমিয়ে দিয়েছে। এছাড়া, গ্যাসের মূল্য পরিশোধের ক্ষেত্রে মঙ্গলবার থেকে রাশিয়া এবং চীন রুবল ও ইউয়ান ব্যবহার করার ব্যাপারে একমত হয়েছে।