ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

ডম-ইনোর নির্মাণাধীন ভবনে মশার লার্ভা, লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : ডম-ইনোর নির্মাণাধীন ভবনসহ ৫ ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় পৌনে ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নগরীর কদমতলা, বাসাবো স্কুল, হিরাঝিল গলি, ওয়াসা রোড, নয়া পল্টন ও শান্তিনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে নগরীর কদমতলা, বাসাবো স্কুল, হিরাঝিল গলি, ওয়াসা রোডে ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে আদালত ৩০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে।

এ সময় তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় প্রতিটি ভবন মালিককে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানা করা একটি ভবনের অভ্যন্তরে প্রচুর পানি ও ময়লা-আবর্জনা থাকায় আরেকটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, জরিমানা করা তিনটি ভবনের মধ্যে একটি ভবন জলাধারের উপর গড়ে তোলা হয়েছে। অভিযানকালে সেই বাড়িতে মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা এবং ওই জলাধারে প্রচুর পানি ও ময়লা-আবর্জনা থাকায় আরও ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৪ মামলায় ৩ লাখ ২৫ হাজার টাকা অর্থদ- আরোপ করেছি।

এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে আজ নয়াপল্টন ও শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালত ভবন নির্মানকারী প্রতিষ্ঠান ‘ডম-ইনো’ নির্মিত একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ১ লাখ টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি ভবনেও এডিসের লার্ভা পাওয়ায় ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করে।
অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, আজকের অভিযানে শান্তিনগর এলাকার ২০ নং হোল্ডিংয়ের ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি ভবনে ৫০ হাজার টাকা অর্থদ- আরোপ করা। ডম-ইনোর নির্মাণাধীন সেই ভবনে এ বছরের এপ্রিল মাসেও আমি অভিযান পরিচালনা করে মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা অর্থদ- আরোপ করেছিলাম। সেই একই নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ২০১৯ সালেও ১ লাখ টাকা অর্থদ- আরোপ করেছিল। কিন্তু অধ্যবধি ভবন ব্যবস্থাপনায় এডিস মশার প্রজননস্থল হিসেবেই রয়ে গেছে। সবমিলিয়ে এদিন ৬ মামলায় মোট ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডম-ইনোর নির্মাণাধীন ভবনে মশার লার্ভা, লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

অর্থনৈতিক প্রতিবেদক : ডম-ইনোর নির্মাণাধীন ভবনসহ ৫ ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় পৌনে ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নগরীর কদমতলা, বাসাবো স্কুল, হিরাঝিল গলি, ওয়াসা রোড, নয়া পল্টন ও শান্তিনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে নগরীর কদমতলা, বাসাবো স্কুল, হিরাঝিল গলি, ওয়াসা রোডে ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে আদালত ৩০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে।

এ সময় তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় প্রতিটি ভবন মালিককে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানা করা একটি ভবনের অভ্যন্তরে প্রচুর পানি ও ময়লা-আবর্জনা থাকায় আরেকটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, জরিমানা করা তিনটি ভবনের মধ্যে একটি ভবন জলাধারের উপর গড়ে তোলা হয়েছে। অভিযানকালে সেই বাড়িতে মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা এবং ওই জলাধারে প্রচুর পানি ও ময়লা-আবর্জনা থাকায় আরও ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৪ মামলায় ৩ লাখ ২৫ হাজার টাকা অর্থদ- আরোপ করেছি।

এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে আজ নয়াপল্টন ও শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালত ভবন নির্মানকারী প্রতিষ্ঠান ‘ডম-ইনো’ নির্মিত একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ১ লাখ টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি ভবনেও এডিসের লার্ভা পাওয়ায় ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করে।
অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, আজকের অভিযানে শান্তিনগর এলাকার ২০ নং হোল্ডিংয়ের ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি ভবনে ৫০ হাজার টাকা অর্থদ- আরোপ করা। ডম-ইনোর নির্মাণাধীন সেই ভবনে এ বছরের এপ্রিল মাসেও আমি অভিযান পরিচালনা করে মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা অর্থদ- আরোপ করেছিলাম। সেই একই নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ২০১৯ সালেও ১ লাখ টাকা অর্থদ- আরোপ করেছিল। কিন্তু অধ্যবধি ভবন ব্যবস্থাপনায় এডিস মশার প্রজননস্থল হিসেবেই রয়ে গেছে। সবমিলিয়ে এদিন ৬ মামলায় মোট ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।