ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিদেশে হিসাব পরিচালনার অনুমতি

  • আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওইসব দেশের অংশীদারের সঙ্গে যৌথভাবে হিসাব খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। প্রকল্প থেকে অর্জিত আয় পরিচালিত হিসাবে জমা করতে পারবে। প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ থেকে স্বল্পমেয়াদী ঋণ উক্ত হিসাবে জমা করা যাবে। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো জামানত নেওয়া যাবে না। বিদেশে পরিচালিত হিসাবের স্থিতি দিয়ে প্রয়োজনীয় প্রকল্প ব্যয় পরিশোধ নিষ্পত্তি করা যাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও ব্যাংক হিসাব বিবরণী সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় দাখিল করার জন্য সার্কুলারে বলা হয়েছে। পাশাপাশি প্রকল্প কার্যক্রম সমাপ্তির এক মাসের মধ্যে অর্জিত আয় দেশে নিয়ে আসার আবশ্যকতা রাখা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্ধারিত সময়ের জন্য সংরক্ষণ করার প্রয়োজন হলে তা করা যাবে।
যৌথ হিসাব পরিচালনা কার্যক্রম সম্ভব না হলে চুক্তির শর্তানুযায়ী প্রকল্প বাস্তবায়নকারী দেশে এজেন্টের মাধ্যমে স্ক্রু হিসাব পরিচালনা করা যাবে। বিদেশ থেকে প্রাপ্ত অর্থের প্রযোজ্য অংশ ইআরকিউ হিসাবে জমা করা যাবে। প্রাপ্ত আয়ের ওপর প্রযোজ্য কর কর্তন ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনার ফলে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে হিসাব পরিচালনার সুযোগ পাবে। এতে বিদেশের হিসাবের ওপর তার অধিকার প্রতিষ্ঠাসহ অর্জিত আয় সহজে দেশে আনতে পারবে। ঘোষিত নীতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। বিদেশে প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট দেশে ব্যাংক হিসাব পরিচালনার সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিদেশে হিসাব পরিচালনার অনুমতি

আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

অর্থনৈতিক প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওইসব দেশের অংশীদারের সঙ্গে যৌথভাবে হিসাব খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। প্রকল্প থেকে অর্জিত আয় পরিচালিত হিসাবে জমা করতে পারবে। প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ থেকে স্বল্পমেয়াদী ঋণ উক্ত হিসাবে জমা করা যাবে। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো জামানত নেওয়া যাবে না। বিদেশে পরিচালিত হিসাবের স্থিতি দিয়ে প্রয়োজনীয় প্রকল্প ব্যয় পরিশোধ নিষ্পত্তি করা যাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও ব্যাংক হিসাব বিবরণী সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় দাখিল করার জন্য সার্কুলারে বলা হয়েছে। পাশাপাশি প্রকল্প কার্যক্রম সমাপ্তির এক মাসের মধ্যে অর্জিত আয় দেশে নিয়ে আসার আবশ্যকতা রাখা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্ধারিত সময়ের জন্য সংরক্ষণ করার প্রয়োজন হলে তা করা যাবে।
যৌথ হিসাব পরিচালনা কার্যক্রম সম্ভব না হলে চুক্তির শর্তানুযায়ী প্রকল্প বাস্তবায়নকারী দেশে এজেন্টের মাধ্যমে স্ক্রু হিসাব পরিচালনা করা যাবে। বিদেশ থেকে প্রাপ্ত অর্থের প্রযোজ্য অংশ ইআরকিউ হিসাবে জমা করা যাবে। প্রাপ্ত আয়ের ওপর প্রযোজ্য কর কর্তন ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনার ফলে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে হিসাব পরিচালনার সুযোগ পাবে। এতে বিদেশের হিসাবের ওপর তার অধিকার প্রতিষ্ঠাসহ অর্জিত আয় সহজে দেশে আনতে পারবে। ঘোষিত নীতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। বিদেশে প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট দেশে ব্যাংক হিসাব পরিচালনার সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে।