ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ, স্থগিত ও বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন বিভিন্ন দলের ২১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসেন ১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজনের মনোনয়ন স্থগিত ও একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও-১ আসনে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর প্রার্থী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম। ঠাকুরগাঁও-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ, দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
বৈধরা হলেন- বিএনপির প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ ও এবি পার্টির মো. নাহিদ রানা। এ ছাড়া এই আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাহাবুদ্দিন আহমেদের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
ঠাকুরগাঁও-৩ আসনে আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া একজনের বাতিল এবং একজনের স্থগিত করা হয়েছে।
বৈধরা হলেন- বিএনপির জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, গণঅধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ ও মুসলিম লীগের খলিলুর রহমান। এ ছাড়া এই আসনে জাতীয় পার্টি প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল করা হয়েছে।
সানা/আপ্র/০৩/০১/২০২৬























