ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথী আক্তার (১৪) দুইজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যুবরণ করেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়াও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়ার মো. নওসাদের ছেলে আলিম (৩০) দুপুর ১টার দিকে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেন।
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
জনপ্রিয় সংবাদ