ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ট্রেলার দেখে কাঁদছে দর্শক, অভিভূত রানি মুখার্জি

  • আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ; নায়িকা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নব্বই দশকে। পেয়েছিলেন আকাশচুম্বী সাফল্য। তবে নায়িকা খোলসের ভেতরে তিনি যে পুরোদস্তুর অভিনেত্রী, তা একাধিকবার প্রমাণ করেছেন। তবে এবার যেন সেসবও ছাড়িয়ে গেলেন! কারণ, পুরো সিনেমা পরের কথা, ট্রেলার দেখেই দর্শক আবেগে ভাসছেন, এমনকি কেঁদেও ফেলছেন!
বলা হচ্ছে রানি মুখার্জির কথা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলার। যেখানে এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি। আর ট্রেলারেই যে ঝলক দেখা গেছে, তাতে একবাক্যে বলতে হয়, বাজিমাত করেছেন মুখার্জি তনয়া। মাত্র ছয় দিনেই ছবির ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ১৭ মিলিয়ন। এর সঙ্গে ভূয়সী প্রশংসা তো আছেই। দর্শকের এমন ভালোবাসায় অভিভূত রানি। জানালেন, ক্যারিয়ারে এই প্রথম এত ভালোবাসা পাচ্ছেন। তার মতে, ‘শুধু ট্রেলার দেখেই দর্শক কাঁদছেন, এমনটা সচরাচর দেখা যায় না’।
রানি মুখার্জি বলেন, “ট্রেলার থেকে যে সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধু, পরিবার, সহকর্মী সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। আমার পুরো ক্যারিয়ারে, এই প্রথম এত ভালোবাসার সাক্ষী হচ্ছি। এর আগে কিছুটা এরকম হয়েছিল ‘ব্ল্যাক’ সিনেমার সময়।”
ট্রেলারটি দর্শকের এত পছন্দ হওয়ার কারণ কী? রানির ব্যাখ্যা, ‘কোথাও হয়তো তারা ওই মায়ের অসহায়ত্বের সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরেছেন। আমি সত্যিই খুব আনন্দিত, শুধু ট্রেলার যদি তাদের এতটা নাড়া দিতে পারে, তাহলে পুরো সিনেমা নিশ্চয়ই আরও ভালো লাগবে।’
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানি মুখার্জির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও আছেন জিম সর্ভ, নীনা গুপ্ত প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অসিমা চিবার। প্রযোজনায় জি স্টুডিওস। আগামী ১৭ মার্চ এটি মুক্তি পাবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ট্রেলার দেখে কাঁদছে দর্শক, অভিভূত রানি মুখার্জি

আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক ; নায়িকা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নব্বই দশকে। পেয়েছিলেন আকাশচুম্বী সাফল্য। তবে নায়িকা খোলসের ভেতরে তিনি যে পুরোদস্তুর অভিনেত্রী, তা একাধিকবার প্রমাণ করেছেন। তবে এবার যেন সেসবও ছাড়িয়ে গেলেন! কারণ, পুরো সিনেমা পরের কথা, ট্রেলার দেখেই দর্শক আবেগে ভাসছেন, এমনকি কেঁদেও ফেলছেন!
বলা হচ্ছে রানি মুখার্জির কথা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলার। যেখানে এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি। আর ট্রেলারেই যে ঝলক দেখা গেছে, তাতে একবাক্যে বলতে হয়, বাজিমাত করেছেন মুখার্জি তনয়া। মাত্র ছয় দিনেই ছবির ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ১৭ মিলিয়ন। এর সঙ্গে ভূয়সী প্রশংসা তো আছেই। দর্শকের এমন ভালোবাসায় অভিভূত রানি। জানালেন, ক্যারিয়ারে এই প্রথম এত ভালোবাসা পাচ্ছেন। তার মতে, ‘শুধু ট্রেলার দেখেই দর্শক কাঁদছেন, এমনটা সচরাচর দেখা যায় না’।
রানি মুখার্জি বলেন, “ট্রেলার থেকে যে সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধু, পরিবার, সহকর্মী সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। আমার পুরো ক্যারিয়ারে, এই প্রথম এত ভালোবাসার সাক্ষী হচ্ছি। এর আগে কিছুটা এরকম হয়েছিল ‘ব্ল্যাক’ সিনেমার সময়।”
ট্রেলারটি দর্শকের এত পছন্দ হওয়ার কারণ কী? রানির ব্যাখ্যা, ‘কোথাও হয়তো তারা ওই মায়ের অসহায়ত্বের সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরেছেন। আমি সত্যিই খুব আনন্দিত, শুধু ট্রেলার যদি তাদের এতটা নাড়া দিতে পারে, তাহলে পুরো সিনেমা নিশ্চয়ই আরও ভালো লাগবে।’
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানি মুখার্জির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও আছেন জিম সর্ভ, নীনা গুপ্ত প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অসিমা চিবার। প্রযোজনায় জি স্টুডিওস। আগামী ১৭ মার্চ এটি মুক্তি পাবে। সূত্র: হিন্দুস্তান টাইমস