ক্রীড়া ডেস্ক: যেকোনো ফুটবলারের কাছেই বর্ষসেরার স্বীকৃতি পাওয়াটা সারাজীবনের স্বপ্ন। একদিন ব্যালন দ’র জয়ের স্বপ্ন দেখেন পেদ্রিও। তবে তিনি চান, সেটা যেন দলগত সাফল্যের পথ ধরে আসে। তাও আবার একটি বা দুটি শিরোপা নয়, চলতি মৌসুমে এখন চ্যাম্পিয়ন্স লিগসহ তিনটি শিরোপার জন্য লড়ছে তার ক্লাব বার্সেলোনা। সবগুলো ট্রফিই উঁচিয়ে ধরতে চান পেদ্রি এবং এরপর ব্যালন দ’র। এই বছরে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে দুই লেগেই হারিয়ে উঠেছে কোয়ার্টার-ফাইনালে, লা লিগার টেবিলে আছে শীর্ষে এবং কোপা দেল রেতে খেলছে সেমি-ফাইনালে। জাতীয় দলের হয়েও সময়টা বেশ ভালোই কাটছে পেদ্রির। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই লেগের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে ফাইনালের পথে এগিয়ে গেছে স্পেন। জাতীয় দলের হয়ে অভিযান শেষে এবার আবার ক্লাবে মনোযোগ দেওয়ার পালা। স্থানীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোমবার নিজের ওই ভাবনা জানান পেদ্রি।
“ব্যালন দ’রের চেয়ে আমি ট্রেবল জিতলে খুশি হবো। যদি আমি ব্যালন দ’র জিততে পারি, তাহলে আমি চাই সেটা যেন দলগত সাফল্যের সঙ্গে আসে।” “পুরস্কারটির বিজয়ী হিসেবে মনোনীত হওয়াটা তো একটা স্বপ্ন। তবে দল হিসেবে ট্রফি জয় আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা এমন এক অবস্থায় আছি, যখন সবকিছুই ঝুঁকিতে আছে। তিন ম্যাচ হারলেই তিনটি শিরোপা লড়াই থেকে আমরা ছিটকে যেতে পারি।” ট্রেবল জয়ের স্বাদ আগেও দুবার পেয়েছে বার্সেলোনা। তবে সেই দলে ছিলেন পেদ্রি। সেই অবিশ্বাস্য সাফল্য পেতে সামনে যে ভীষণ কঠিন সব পরীক্ষা দিতে হবে, জানেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের দেখা হতে পারে রেয়াল মাদ্রিদের সঙ্গে, যাদেরকে বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের রাজা। রেকর্ড ১৫ বার জিতেছে মাদ্রিদের দলটি, সেখানে বার্সেলোনা জিততে পেরেছে মাত্র পাঁচবার। তবে তাতে ভয়ের কিছু দেখেন না পেদ্রি। “সেরা সাফল্য পেতে আমাদের অবশ্যই এইসব ম্যাচ উপভোগ করতে হবে। রেয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হলে দারুণ হবে।” “কোনো প্রতিপক্ষকে ভয় পেলে চলবে না।”