গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি কৃষক জালাল উদ্দীনের।
প্রতিদিনের মতো রোববার (২ নভেম্বর) সকালে বস্তা ভর্তি সবজি নিয়ে গাজীপুরের শ্রীপুরে এসেছিলেন সবজি বিক্রেতা জালাল উদ্দিন। দিনভর সবজি বিক্রি করে রাতের ট্রেনে বাড়ি ফিরতে উপস্থিত হন শ্রীপুর রেলওয়ে স্টেশনে।
ময়মনসিংহমুখী মহুয়া এক্সপ্রেস ট্রেনে উঠতে দৌড় দেন। এ সময় অপর দিক থেকে আসা অন্য আরেকটি ট্রেনের মুখোমুখি এসে পা পিছলে পড়ে ট্রেনের নিচে চাপা পড়েন। রোবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটে এ ঘটনা।
শরীরের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পর মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। নেওয়া হয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তার অবস্থা অবনতি হলে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুল ইসলাম।
নিহত জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের নিধিয়ার চর বেপারী পাড়া গ্রামের মৃত তৈয়ব উদ্দিন বেপারীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমার বলেন, মুহূর্তের মধ্যেই এমন দুঃখজনক ঘটনাটি ঘটে গেল। যাত্রীটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আমরা ঘটনাটি দেখামাত্রই দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ পাই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এসি/আপ্র/০৩/১১/২০২৫




















