কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ৪৭ বিজিবির বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরাধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার কর। এ বিষয়ে মিরপুর থানায় সাধারণ ডায়রি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
ট্রেন থেকে এক কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ
জনপ্রিয় সংবাদ


























