প্রত্যাশা ডেস্ক: কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কের কথা অবশেষে অনেকটা আনুষ্ঠানিকভাবেই জানালেন মার্কিন পপস্টার কেটি পেরি।
গত কয়েক মাস ধরে গুঞ্জন থাকলেও আজ রোববার ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেই তা নিশ্চিত করলেন পেরি। পোস্টের ছবিগুলো তোলা জাপান সফরের সময়।
এক ছবিতে পেরি আর ট্রুডোকে গাল ছুঁয়ে ঘনিষ্ঠভাবে সেলফি তুলতে দেখা যায়।
ভক্তদের কাছে যা ছিল একেবারে সম্পর্কের অফিসিয়াল ঘোষণা।
আরেকটি ভিডিওতে দেখা যায়, জাপানে একসঙ্গে খাবার খাচ্ছেন দুজন। এরপর আছে সফরের আরও কিছু নির্ঝর মুহূর্ত—হাসি, ভ্রমণ আর একসঙ্গে থাকা আনন্দের ঝলক। ক্যাপশনে পেরি লিখেছেন, ‘টোকিও ভ্রমণের সময় ও আরও কিছু।’
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেরিকে সরাসরিই ট্রুডোর ‘পার্টনার’ বলে উল্লেখ করেন। তিনি জানান, ট্রুডো তার সঙ্গীকে নিয়ে জাপান সফরে গিয়েছিলেন এবং কিশিদা দম্পতির সঙ্গে মধ্যাহ্নভোজেও যোগ দেন।
কিশিদা পুরনো সম্পর্কের কথা স্মরণ করে লিখেছেন, নেতা হিসেবে বহুবার তাদের দেখা-সাক্ষাৎ হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেও একসঙ্গে কাজ করেছেন। বন্ধুত্বের এই ধারাবাহিকতা ভালো লাগছে বলে জানান তিনি।
গত ২৫ অক্টোবর প্যারিসে কেটি পেরির ৪১তম জন্মদিন উদযাপনে প্রথমবারের মতো জনসমক্ষে জুটি হিসেবে দেখা যায় তাদের। তবে সম্পর্কের গুঞ্জনের শুরু আরও আগে। গত জুলাই মাসে কানাডায় কুকুর নিয়ে হাঁটতে বেরোনোর সময় প্রথম একসঙ্গে ধরা পড়েন দুজন।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মন্ট্রিয়লে প্রথম দেখা হওয়ার পর থেকেই কেটি পেরির মন জয়ের চেষ্টা শুরু করেছিলেন ট্রুডো এবং শেষ পর্যন্ত সফলও হয়েছেন।
ওআ/আপ্র/০৭/১২/২০২৫
























