আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে ‘ব্যর্থ’ করতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়েভকে সহায়তা করবেন বলে আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপির।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ট্রাসকে নেতা নির্বাচন করেছে। গত সোমবার নেতা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। সবকিছু ঠিক থাকলে গতকাল মঙ্গলবার ট্রাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
গত সোমবার জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে বলেন, তিনি ট্রাসের সঙ্গে সহযোগিতা শুরুর জন্য উন্মুখ হয়ে আছেন। জেলেনস্কি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা একসঙ্গে আমাদের জনগণকে রক্ষার পাশাপাশি রাশিয়ার সব ধ্বংসাত্মক প্রচেষ্টা ব্যর্থ করতে আরও কিছু করতে সক্ষম হব।’ জেলেনস্কি বলেন, ইউক্রেনের মানুষ ট্রাসকে ভালোভাবে জানেন। তিনি সব সময়ই ইউরোপীয় রাজনীতির উজ্জ্বল দিকে ছিলেন। এখন মূল বিষয় হলো ঐক্য রক্ষা করা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলার পর থেকে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। কিয়েভের লড়াইরত বাহিনীকে সামরিক হার্ডওয়্যার, তহবিল ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে লন্ডন। যুক্তরাজ্যের বিদায় প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম বড় সমর্থক। যুদ্ধ শুরুর পর তিনি তিনবার ইউক্রেন সফর করেছেন। জেলেনস্কি গত মাসে জনসনকে ‘অর্ডার অব লিবার্টি’ সম্মানে ভূষিত করেন।
ট্রাসের কাছে কী আশা করেন, জানালেন জেলেনস্কি
ট্যাগস :
ট্রাসের কাছে কী আশা করেন
জনপ্রিয় সংবাদ