ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ট্রাম্প বললেন, পুতিন সুন্দর কথা বলে সবার ওপর বোমা মারেন

  • আপডেট সময় : ০৭:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সুন্দর কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবার ওপরে বোমা মারেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই কারণেই ইউক্রেইনকে রক্ষার জন্য তিনি দেশটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠাবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প ইউক্রেইনে কতোগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা জানাননি, কিন্তু এসব ক্ষেপণাস্ত্রের মূল্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিশোধ করবে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু প্রচেষ্টা চালিয়ে ছিলেন ট্রাম্প, কিন্তু পুতিনের কারণে তা শুরু করা যায়নি। এতে রাশিয়ার নেতাকে নিয়ে ক্রমশ হতাশ হয়ে ওঠেন ট্রাম্প।

রোববার (১৩ জুলাই) মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস বিষয় সম্পর্কে জ্ঞাত দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে গিয়ে ইউক্রেইনকে আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত করার একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। রয়টার্স অ্যাক্সিওসের ওই প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। সম্প্রতি রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেইনের শহরগুলোতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেইনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির দক্ষিণপূর্বে সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেগুলো তাদের খুব প্রয়োজন, কারণ পুতিন সত্যি বহু মানুষকে বিস্মিত করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন আর তারপর সন্ধ্যায় সবার ওপর বোমা মারেন। কিন্তু এতে একটু সমস্যা আছে। আমি এটা পছন্দ করি না। আমরা মূলত তাদের বিভিন্ন ধরনের অতি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি। এগুলোর জন্য তারা আমাদের শতাভাগ অর্থ দেবে আর তাই আমরা এগুলো দিতে চাইছি। ইউক্রেইন ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প চলতি সপ্তাহে নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

ট্রাম্প বললেন, পুতিন সুন্দর কথা বলে সবার ওপর বোমা মারেন

আপডেট সময় : ০৭:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রত্যাশা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সুন্দর কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবার ওপরে বোমা মারেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই কারণেই ইউক্রেইনকে রক্ষার জন্য তিনি দেশটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠাবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প ইউক্রেইনে কতোগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা জানাননি, কিন্তু এসব ক্ষেপণাস্ত্রের মূল্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিশোধ করবে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু প্রচেষ্টা চালিয়ে ছিলেন ট্রাম্প, কিন্তু পুতিনের কারণে তা শুরু করা যায়নি। এতে রাশিয়ার নেতাকে নিয়ে ক্রমশ হতাশ হয়ে ওঠেন ট্রাম্প।

রোববার (১৩ জুলাই) মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস বিষয় সম্পর্কে জ্ঞাত দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে গিয়ে ইউক্রেইনকে আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত করার একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। রয়টার্স অ্যাক্সিওসের ওই প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। সম্প্রতি রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেইনের শহরগুলোতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেইনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির দক্ষিণপূর্বে সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেগুলো তাদের খুব প্রয়োজন, কারণ পুতিন সত্যি বহু মানুষকে বিস্মিত করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন আর তারপর সন্ধ্যায় সবার ওপর বোমা মারেন। কিন্তু এতে একটু সমস্যা আছে। আমি এটা পছন্দ করি না। আমরা মূলত তাদের বিভিন্ন ধরনের অতি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি। এগুলোর জন্য তারা আমাদের শতাভাগ অর্থ দেবে আর তাই আমরা এগুলো দিতে চাইছি। ইউক্রেইন ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প চলতি সপ্তাহে নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন।