ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ এড়ানো যেত :পুতিন

  • আপডেট সময় : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ ঠেকানো যেত। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি সাক্ষাৎকারে বলেন, ‘আমি (ট্রাম্পের) সঙ্গে একমত যে ২০২০ সালে যদি তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না।’

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলছিলেন, তিনি এক দিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এ সমস্যা সমাধানে তাঁর ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কেইথ কেলোগকে ১০০ দিন সময় দিয়েছেন।

ইউক্রেনে কীভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁকে বলেছেন, তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এ জন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, রাশিয়ার উচিত একটি চুক্তি করা। হয়তো তারাও একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি, তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করব।’
অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিনও আগ্রহী বলে মনে হচ্ছে। তিনি বলেন, রাশিয়া যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত।

সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ‘এ বিষয়ে আলাপ–আলোচনার প্রয়োজন আছে, আমরা সব সময় এ কথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ এড়ানো যেত :পুতিন

আপডেট সময় : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ ঠেকানো যেত। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি সাক্ষাৎকারে বলেন, ‘আমি (ট্রাম্পের) সঙ্গে একমত যে ২০২০ সালে যদি তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না।’

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলছিলেন, তিনি এক দিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এ সমস্যা সমাধানে তাঁর ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কেইথ কেলোগকে ১০০ দিন সময় দিয়েছেন।

ইউক্রেনে কীভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁকে বলেছেন, তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এ জন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, রাশিয়ার উচিত একটি চুক্তি করা। হয়তো তারাও একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি, তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করব।’
অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিনও আগ্রহী বলে মনে হচ্ছে। তিনি বলেন, রাশিয়া যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত।

সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ‘এ বিষয়ে আলাপ–আলোচনার প্রয়োজন আছে, আমরা সব সময় এ কথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’