ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ট্রাম্প-জিনপিং রুদ্ধদ্বার বৈঠক শুরু, নতুন সমঝোতার ইঙ্গিত

  • আপডেট সময় : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বহুল আলোচিত ট্রাম্প-জিনপিং বৈঠক। রুদ্ধদ্বার এই বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন সমঝোতার ইঙ্গিত দিয়েছেন উভয় নেতাই।

বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করছি এটি খুব সফল বৈঠক হবে। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো ছিল।

জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ট্রাম্পকে আবার দেখা সত্যিই দারুণ।

২০১৯ সালে জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের সময় দুই নেতা সর্বশেষ সরাসরি সাক্ষাৎ করেছিলেন। এবার তারা মুখোমুখি হয়েছেন এমন এক সময়ে, যখন দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য উত্তেজনা আবা নতুন মাত্রা পেয়েছে।

বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, আজই কোনো চুক্তি হতে পারে। আমরা পরস্পরকে ভালোভাবে বুঝি।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ
গত মে মাসে ‘পারস্পরিক শুল্ক যুদ্ধ’ সাময়িকভাবে থামানোর ঘোষণা দিলেও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ জারি রাখে, বিশেষ করে এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ বজায় রেখে।

অন্যদিকে বেইজিং পাল্টা পদক্ষেপ হিসেবে বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে।

বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) বৈঠকে এসব বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন টিকটকের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

‘বিশ্বের সমস্যাগুলোতে একসঙ্গে দায়িত্ব নিতে পারি’
নিজের বক্তব্যে জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বড় দুটি দেশ হিসেবে একসঙ্গে দায়িত্ব নিতে পারে। আমরা আমাদের দুই দেশের এবং বিশ্বের কল্যাণে আরও বাস্তব ও ইতিবাচক কাজ করতে চাই।

তিনি আরো বলেন, ট্রাম্প আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে তার অবদানের প্রশংসা করি।

চীনা প্রেসিডেন্ট জানান, মালয়েশিয়া সফরে ট্রাম্প কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে শান্তি চুক্তির সাক্ষী হয়েছেন। চীনও ওই সীমান্ত বিরোধ নিরসনে নিজস্ব উপায়ে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি বহুবার বলেছি—চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয়, অংশীদারত্ব ও বন্ধুত্বের হওয়া উচিত। ইতিহাস তাই শিক্ষা দেয়, বাস্তবতাও তাই দাবি করে।

কে কে রয়েছেন বৈঠকে
বৈঠকে দুই পক্ষের সাতজন করে প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

মার্কিন দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ।

চীনা প্রতিনিধি দলে জিনপিংয়ের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু, উপ-প্রধানমন্ত্রী হে লিফেং, চিফ অব স্টাফ কাই চি, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজিয়ে।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/৩০/১০/২০২৫

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ট্রাম্প-জিনপিং রুদ্ধদ্বার বৈঠক শুরু, নতুন সমঝোতার ইঙ্গিত

আপডেট সময় : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বহুল আলোচিত ট্রাম্প-জিনপিং বৈঠক। রুদ্ধদ্বার এই বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন সমঝোতার ইঙ্গিত দিয়েছেন উভয় নেতাই।

বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করছি এটি খুব সফল বৈঠক হবে। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো ছিল।

জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ট্রাম্পকে আবার দেখা সত্যিই দারুণ।

২০১৯ সালে জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের সময় দুই নেতা সর্বশেষ সরাসরি সাক্ষাৎ করেছিলেন। এবার তারা মুখোমুখি হয়েছেন এমন এক সময়ে, যখন দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য উত্তেজনা আবা নতুন মাত্রা পেয়েছে।

বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, আজই কোনো চুক্তি হতে পারে। আমরা পরস্পরকে ভালোভাবে বুঝি।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ
গত মে মাসে ‘পারস্পরিক শুল্ক যুদ্ধ’ সাময়িকভাবে থামানোর ঘোষণা দিলেও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ জারি রাখে, বিশেষ করে এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ বজায় রেখে।

অন্যদিকে বেইজিং পাল্টা পদক্ষেপ হিসেবে বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে।

বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) বৈঠকে এসব বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন টিকটকের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

‘বিশ্বের সমস্যাগুলোতে একসঙ্গে দায়িত্ব নিতে পারি’
নিজের বক্তব্যে জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বড় দুটি দেশ হিসেবে একসঙ্গে দায়িত্ব নিতে পারে। আমরা আমাদের দুই দেশের এবং বিশ্বের কল্যাণে আরও বাস্তব ও ইতিবাচক কাজ করতে চাই।

তিনি আরো বলেন, ট্রাম্প আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে তার অবদানের প্রশংসা করি।

চীনা প্রেসিডেন্ট জানান, মালয়েশিয়া সফরে ট্রাম্প কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে শান্তি চুক্তির সাক্ষী হয়েছেন। চীনও ওই সীমান্ত বিরোধ নিরসনে নিজস্ব উপায়ে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি বহুবার বলেছি—চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয়, অংশীদারত্ব ও বন্ধুত্বের হওয়া উচিত। ইতিহাস তাই শিক্ষা দেয়, বাস্তবতাও তাই দাবি করে।

কে কে রয়েছেন বৈঠকে
বৈঠকে দুই পক্ষের সাতজন করে প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

মার্কিন দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ।

চীনা প্রতিনিধি দলে জিনপিংয়ের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু, উপ-প্রধানমন্ত্রী হে লিফেং, চিফ অব স্টাফ কাই চি, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজিয়ে।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/৩০/১০/২০২৫