ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ট্রাম্পে বাড়িতে তল্লাশি : সরগরম যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন

  • আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তল্লাশি অভিযানের পর সরগম হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ও তার সমর্থকরা সরকারের তীব্র সমালোচনা শুরু করেছে। এসব সমালোচনাকে উড়িয়ে দিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি সাফ বলেছেন, কোনো সাবেক প্রেসিডেন্টই আইনের ঊর্ধ্বে নন।
সোমবার পাম বিচ শহরের মার-এ-লাগোতে ট্রাম্পের বাড়িতে অভিযান চালায় এফবিআইয়ের গোয়েন্দারা। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে। গোয়েন্দারা এ সময় একটি সিন্দুকও ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআইয়ের তল্লাশির ঘটনা রীতিমতো নজিরবিহীন। রিপাবলিকান পার্টির কৌশলবিদ সেথ ওয়েদারস ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযানকে ‘সত্যিকারার্থে অবিশ্বাস্যরকম আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তল্লাশি ওয়ারেন্টের আইনি অনুমোদন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং জো বাইডেনের প্রশাসন ‘সীমা ছাড়িয়েছে।’ এদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং এটাই আমাদের দেশ। কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ট্রাম্পে বাড়িতে তল্লাশি : সরগরম যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন

আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তল্লাশি অভিযানের পর সরগম হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ও তার সমর্থকরা সরকারের তীব্র সমালোচনা শুরু করেছে। এসব সমালোচনাকে উড়িয়ে দিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি সাফ বলেছেন, কোনো সাবেক প্রেসিডেন্টই আইনের ঊর্ধ্বে নন।
সোমবার পাম বিচ শহরের মার-এ-লাগোতে ট্রাম্পের বাড়িতে অভিযান চালায় এফবিআইয়ের গোয়েন্দারা। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে। গোয়েন্দারা এ সময় একটি সিন্দুকও ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআইয়ের তল্লাশির ঘটনা রীতিমতো নজিরবিহীন। রিপাবলিকান পার্টির কৌশলবিদ সেথ ওয়েদারস ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযানকে ‘সত্যিকারার্থে অবিশ্বাস্যরকম আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তল্লাশি ওয়ারেন্টের আইনি অনুমোদন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং জো বাইডেনের প্রশাসন ‘সীমা ছাড়িয়েছে।’ এদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং এটাই আমাদের দেশ। কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন।’