ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ যোগ দিলেন মোদী

  • আপডেট সময় : ০৮:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : তারা দুই দেশের নেতা। তাদের সুসম্পর্কের কথা সবারই জানা। এবার তাদের বন্ধুত্বের আরেক চিত্র দেখা গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পডকাস্ট শো শেয়ার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দিলেন মোদী।

এর মধ্য দিয়ে মোদী ট্রুথ স্যোশালে যোগ দেওয়া অল্প কয়েকজন বিশ্বনেতার কাতারে সামিল হলেন। সোমবার ট্রুথ স্যোশালে প্রথম পোস্টে মোদী শেয়ার করেছেন ২০১৯ সালে তার যুক্তরাষ্ট্র সফরের সময় টেক্সাসের হিউস্টোনে ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি। সঙ্গে লিখেছেন, “ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে যোগ দিতে পেরে আনন্দিত।” রোববারেই জনপ্রিয় মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তিনঘণ্টার ওই পডকাস্টে নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

সেখানে যেমন উঠে এসেছে গুজরাট দাঙ্গার কথা, তেমনই ছোটবেলার কথা বলেছেন মোদী। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও বলেন তিনি। আর এই পডকাস্টেই ট্রাম্পের সঙ্গে মোদী তার সুসম্পর্কের কারণ ব্যাখ্যা করেন। ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির কথা বলতে গিয়ে মোদী নিজের ‘ভারত প্রথম’ নীতির কথা তুলে ধরেন। তারপরই বলেন, একই ধরনের ভাবনাচিন্তার জন্যই দুইজনের এত ভাল সম্পর্ক। মোদীর এই তিন ঘণ্টার পডকাস্টেরই ইউটিউব লিঙ্ক সোমবার ট্রুথ স্যোশালে শেয়ার করেন ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রুথ স্যোশাল চালু করেছিলেন ট্রাম্প।

সে সময় জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে ট্রাম্প ক্যাপিটল হিল সহিংসতায় উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেকারণে মাইক্রোব্লগিং সাইট, তৎকালীন টুইটার (বর্তমানে এক্স) এবং ফেইসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। এরপরই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেন ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’- ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ যোগ দিলেন মোদী

আপডেট সময় : ০৮:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : তারা দুই দেশের নেতা। তাদের সুসম্পর্কের কথা সবারই জানা। এবার তাদের বন্ধুত্বের আরেক চিত্র দেখা গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পডকাস্ট শো শেয়ার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দিলেন মোদী।

এর মধ্য দিয়ে মোদী ট্রুথ স্যোশালে যোগ দেওয়া অল্প কয়েকজন বিশ্বনেতার কাতারে সামিল হলেন। সোমবার ট্রুথ স্যোশালে প্রথম পোস্টে মোদী শেয়ার করেছেন ২০১৯ সালে তার যুক্তরাষ্ট্র সফরের সময় টেক্সাসের হিউস্টোনে ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি। সঙ্গে লিখেছেন, “ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে যোগ দিতে পেরে আনন্দিত।” রোববারেই জনপ্রিয় মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তিনঘণ্টার ওই পডকাস্টে নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

সেখানে যেমন উঠে এসেছে গুজরাট দাঙ্গার কথা, তেমনই ছোটবেলার কথা বলেছেন মোদী। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও বলেন তিনি। আর এই পডকাস্টেই ট্রাম্পের সঙ্গে মোদী তার সুসম্পর্কের কারণ ব্যাখ্যা করেন। ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির কথা বলতে গিয়ে মোদী নিজের ‘ভারত প্রথম’ নীতির কথা তুলে ধরেন। তারপরই বলেন, একই ধরনের ভাবনাচিন্তার জন্যই দুইজনের এত ভাল সম্পর্ক। মোদীর এই তিন ঘণ্টার পডকাস্টেরই ইউটিউব লিঙ্ক সোমবার ট্রুথ স্যোশালে শেয়ার করেন ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রুথ স্যোশাল চালু করেছিলেন ট্রাম্প।

সে সময় জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে ট্রাম্প ক্যাপিটল হিল সহিংসতায় উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেকারণে মাইক্রোব্লগিং সাইট, তৎকালীন টুইটার (বর্তমানে এক্স) এবং ফেইসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। এরপরই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেন ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’- ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।