ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্ক ইউটার্নে শেয়ারবাজারে রেকর্ড উত্থান

  • আপডেট সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পারস্পরিক শুল্ক আরোপে সাময়িক বিরতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই বিশ্ব শেয়ার বাজারে দেখা গেছে নজিরবিহীন উল্লম্ফন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে এটি মার্কিন বাজারে তৃতীয় সর্বোচ্চ দৈনিক উত্থান বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। গত বুধবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, চীন বাদে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে, যা বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কনীতির কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। আমেরিকান বন্ড ও ডলারের মূল্যও নিম্নমুখী ছিল। তবে হঠাৎ করে ট্রাম্পের অবস্থান বদলে দেওয়ায় বাজার দ্রুত ঘুরে দাঁড়িয়েছে।
ওয়াল স্ট্রিটে নজিরবিহীন রেকর্ড

নিউ ইয়র্কভিত্তিক মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিটের তথ্য অনুযায়ী, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক বেড়েছে ৮ শতাংশ। নাসডাক কম্পোজিট বেড়েছে ১২ শতাংশ, যা ২০০১ সালের পর সর্বোচ্চ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে একদিনে তৃতীয় সর্বোচ্চ উত্থান। এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ, যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় লাফ। এই প্রবণতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না, বরং এশিয়ার বড় বাজারগুলোতেও এর তাৎক্ষণিক প্রভাব পড়ে।
এশিয়ায় বাজার চাঙ্গা

বৃহস্পতিবার (১০ এপ্রিল) শেয়ারবাজার খুলতেই দেখা গেছে, জাপানের নিক্কেই ২২৫ বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি বেড়েছে ৫ শতাংশ। অস্ট্রেলিয়ার শেয়ার বাজার বেড়েছে ৬ শতাংশ। চীনের সাংহাই ও হংকং শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে, যদিও ট্রাম্প চীনের ক্ষেত্রে ১২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছেন। বিশ্লেষকদের মতে, চীনের ওপর শুল্ক বহাল থাকলেও হংকং ও সাংহাইয়ে চাঙ্গা বাজার প্রমাণ করে, বৈশ্বিক বিনিয়োগকারীরা আপাতত ঝুঁকি এড়িয়ে স্থিতিশীল বাজারে আশ্রয় নিচ্ছেন।
ভারতীয় বাজার ইতিবাচক
ভারতের অর্থনীতিবিদরা বলছেন, এই পরিবর্তনের ফলে মুম্বাই শেয়ার বাজারেও (বিএসই) ও নিফটি (এনএসই) প্রবল উত্থানের সম্ভাবনা রয়েছে। এর ফলে লগ্নিকারীদের বড় মুনাফা অর্জনের পথ খুলে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে এই পরিবর্তনের ফলে বাংলাদেশি রপ্তানিকারকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে পোশাক খাতের চাহিদা সাময়িকভাবে বাড়তে পারে। এছাড়া বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসলে বাংলাদেশ শেয়ার বাজারেও এর ইতিবাচক প্রতিফলন দেখা যেতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

ট্রাম্পের শুল্ক ইউটার্নে শেয়ারবাজারে রেকর্ড উত্থান

আপডেট সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক : পারস্পরিক শুল্ক আরোপে সাময়িক বিরতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই বিশ্ব শেয়ার বাজারে দেখা গেছে নজিরবিহীন উল্লম্ফন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে এটি মার্কিন বাজারে তৃতীয় সর্বোচ্চ দৈনিক উত্থান বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। গত বুধবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, চীন বাদে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে, যা বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কনীতির কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। আমেরিকান বন্ড ও ডলারের মূল্যও নিম্নমুখী ছিল। তবে হঠাৎ করে ট্রাম্পের অবস্থান বদলে দেওয়ায় বাজার দ্রুত ঘুরে দাঁড়িয়েছে।
ওয়াল স্ট্রিটে নজিরবিহীন রেকর্ড

নিউ ইয়র্কভিত্তিক মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিটের তথ্য অনুযায়ী, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক বেড়েছে ৮ শতাংশ। নাসডাক কম্পোজিট বেড়েছে ১২ শতাংশ, যা ২০০১ সালের পর সর্বোচ্চ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে একদিনে তৃতীয় সর্বোচ্চ উত্থান। এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ, যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় লাফ। এই প্রবণতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না, বরং এশিয়ার বড় বাজারগুলোতেও এর তাৎক্ষণিক প্রভাব পড়ে।
এশিয়ায় বাজার চাঙ্গা

বৃহস্পতিবার (১০ এপ্রিল) শেয়ারবাজার খুলতেই দেখা গেছে, জাপানের নিক্কেই ২২৫ বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি বেড়েছে ৫ শতাংশ। অস্ট্রেলিয়ার শেয়ার বাজার বেড়েছে ৬ শতাংশ। চীনের সাংহাই ও হংকং শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে, যদিও ট্রাম্প চীনের ক্ষেত্রে ১২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছেন। বিশ্লেষকদের মতে, চীনের ওপর শুল্ক বহাল থাকলেও হংকং ও সাংহাইয়ে চাঙ্গা বাজার প্রমাণ করে, বৈশ্বিক বিনিয়োগকারীরা আপাতত ঝুঁকি এড়িয়ে স্থিতিশীল বাজারে আশ্রয় নিচ্ছেন।
ভারতীয় বাজার ইতিবাচক
ভারতের অর্থনীতিবিদরা বলছেন, এই পরিবর্তনের ফলে মুম্বাই শেয়ার বাজারেও (বিএসই) ও নিফটি (এনএসই) প্রবল উত্থানের সম্ভাবনা রয়েছে। এর ফলে লগ্নিকারীদের বড় মুনাফা অর্জনের পথ খুলে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে এই পরিবর্তনের ফলে বাংলাদেশি রপ্তানিকারকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে পোশাক খাতের চাহিদা সাময়িকভাবে বাড়তে পারে। এছাড়া বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসলে বাংলাদেশ শেয়ার বাজারেও এর ইতিবাচক প্রতিফলন দেখা যেতে পারে।