ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

  • আপডেট সময় : ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: পশ্চিমা বিশ্বের যেকোনও নেতার চেয়ে ইউক্রেন সংঘাতের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে বুঝতে পারায়, তার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্য যেকোনও নেতার চেয়ে তিনি ইউক্রেন সংঘাত ভালো বোঝেন বলে ট্রাম্প মন্তব্য করায় গত শনিবার (১২ এপ্রিল) তার এই প্রশংসা করেছেন রুশ মন্ত্রী।

তুরস্কের দক্ষিণাঞ্চলে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকে ল্যাভরভ বলেছেন, যখন আমরা ইউক্রেনীয় দ্বন্দ্ব-সহ যে কোনো দ্বন্দ্বের মূল কারণগুলো সরিয়ে ফেলার কথা বলি, তখন সমস্যাটি সমাধান করার একমাত্র উপায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। সমস্যার মূল কারণগুলোর সমাধান উচিত।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের সংঘাতের বিষয়ে পশ্চিমা অন্য যেকোনও নেতার চেয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বোঝাপড়াই সর্বোত্তম। তিনি এই সংঘাতের মূল কারণ নিয়ে কথা বলেছেন। এমনকি ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়ে পশ্চিমা নেতাদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্প।

এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পই এক্ষেত্রে প্রথম বলে আমি মনে করি। প্রায় পশ্চিমা সব নেতাই বারবার দোষী সাব্যস্ত করছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পই ব্যতিক্রম। তিনি কয়েকবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে টেনে নিয়ে আসাটা বিশাল ভুল। আর এটি অন্যতম প্রধান কারণ, যা আমরা বহুবার বলেছি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু করেন। তিনি দীর্ঘদিন ন্যাটোতে ইউক্রেনের যোগদানের ইচ্ছা ও পশ্চিমের প্রতি ঝুঁকে যাওয়াকে রাশিয়ার জন্য হুমকি হিসাবে অভিহিত করে আসছেন।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে আলোচনার পর ল্যাভরভ এসব মন্তব্য করেছেন। মস্কো এবং ওয়াশিংটনের মাঝে প্রকাশ্যে এবং আড়ালে আলোচনার ক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে হাজির হয়েছেন উইটকফ। শুক্রবারের আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন সম্ভাব্য শান্তি চুক্তির আগে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার লক্ষ্যে মার্কিন-রাশিয়া সংলাপে কিছু মতপার্থক্যও দেখা দিয়েছে।

পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা চালানো থেকে বিরত থাকার জন্য রাশিয়া ও ইউক্রেনের একটি চুক্তির বিষয়ে ল্যাভরভ বলেছেন, মস্কো তার কথা রেখেছে এবং কিয়েভের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ করেছে। সূত্র: রয়টার্স।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

আপডেট সময় : ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পশ্চিমা বিশ্বের যেকোনও নেতার চেয়ে ইউক্রেন সংঘাতের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে বুঝতে পারায়, তার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্য যেকোনও নেতার চেয়ে তিনি ইউক্রেন সংঘাত ভালো বোঝেন বলে ট্রাম্প মন্তব্য করায় গত শনিবার (১২ এপ্রিল) তার এই প্রশংসা করেছেন রুশ মন্ত্রী।

তুরস্কের দক্ষিণাঞ্চলে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকে ল্যাভরভ বলেছেন, যখন আমরা ইউক্রেনীয় দ্বন্দ্ব-সহ যে কোনো দ্বন্দ্বের মূল কারণগুলো সরিয়ে ফেলার কথা বলি, তখন সমস্যাটি সমাধান করার একমাত্র উপায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। সমস্যার মূল কারণগুলোর সমাধান উচিত।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের সংঘাতের বিষয়ে পশ্চিমা অন্য যেকোনও নেতার চেয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বোঝাপড়াই সর্বোত্তম। তিনি এই সংঘাতের মূল কারণ নিয়ে কথা বলেছেন। এমনকি ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়ে পশ্চিমা নেতাদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্প।

এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পই এক্ষেত্রে প্রথম বলে আমি মনে করি। প্রায় পশ্চিমা সব নেতাই বারবার দোষী সাব্যস্ত করছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পই ব্যতিক্রম। তিনি কয়েকবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে টেনে নিয়ে আসাটা বিশাল ভুল। আর এটি অন্যতম প্রধান কারণ, যা আমরা বহুবার বলেছি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু করেন। তিনি দীর্ঘদিন ন্যাটোতে ইউক্রেনের যোগদানের ইচ্ছা ও পশ্চিমের প্রতি ঝুঁকে যাওয়াকে রাশিয়ার জন্য হুমকি হিসাবে অভিহিত করে আসছেন।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে আলোচনার পর ল্যাভরভ এসব মন্তব্য করেছেন। মস্কো এবং ওয়াশিংটনের মাঝে প্রকাশ্যে এবং আড়ালে আলোচনার ক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে হাজির হয়েছেন উইটকফ। শুক্রবারের আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন সম্ভাব্য শান্তি চুক্তির আগে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার লক্ষ্যে মার্কিন-রাশিয়া সংলাপে কিছু মতপার্থক্যও দেখা দিয়েছে।

পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা চালানো থেকে বিরত থাকার জন্য রাশিয়া ও ইউক্রেনের একটি চুক্তির বিষয়ে ল্যাভরভ বলেছেন, মস্কো তার কথা রেখেছে এবং কিয়েভের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ করেছে। সূত্র: রয়টার্স।