বিদেশের খবর ডেস্ক : গাজা দখলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে হাস্যকর এবং অযৌক্তিক বলেছে হামাস। অপরদিকে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।
হামাসের কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, “গাজা নিয়ন্ত্রণের ইচ্ছা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হাস্যকর ও অযৌক্তিক এবং এই ধরণের যেকোনো ধারণা এই অঞ্চলকে জ্বালিয়ে দিতে সক্ষম।” রয়টার্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারে। ট্রাম্প প্রস্তাব করেন যে গাজা পুননির্মাণের সময় ফিলিস্তিনিদের গাজার বাইরে পুনর্বাসিত করা উচিত, যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো পূর্বে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্পের এ মন্তব্য এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, যখন গাজা যুদ্ধবিরতি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্পের গাজা দখলে নেওয়ার মন্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার সাংবাদিকদের কাছে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করেন তিনি। অ্যান্থনি আলবানিজ বলেন, “দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আমাদের দীর্ঘদিনের দ্বিদলীয় অবস্থান রয়েছে।”
“অস্ট্রেলিয়ার অবস্থান আজ সকালে যেমন ছিল, গত বছরও তেমনই ছিল এবং ১০ বছর আগেও ছিল। এই অবস্থান দ্বিদলীয় সমর্থন পেয়েছে।” বলেন তিনি। আলবানিজ আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের বিবৃতির উপর প্রতিদিন কোনো মন্তব্য করবেন না।”