ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ট্রাম্পের কর নথি প্রকাশের পক্ষে ভোট

  • আপডেট সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি প্রকাশের পক্ষে গত মঙ্গলবার ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। খবর এএফপির।
মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’ করসংক্রান্ত বিষয়টি দেখভাল করে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন এই কমিটি ট্রাম্পের ছয় বছরের কর নথি প্রকাশের পক্ষে ভোট দিয়েছে। পক্ষে পড়েছে ২৪টি ভোট, বিপক্ষে ১৬টি। কমিটির সব ডেমোক্র্যাট সদস্য পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সব রিপাবলিকান সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন। কমিটি ২০১৯ সাল থেকে ট্রাম্পের কর নথি চেয়ে আসছিল, তবে ট্রাম্প তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। ইস্যুটি আদালত পর্যন্ত গড়ায়। কংগ্রেস কমিটিকে কর নথি না দিতে ট্রাম্পের করা আবেদন গত মাসে নাকচ করেন মার্কিন সুপ্রিম কোর্ট। ফলে ট্রাম্পের ২০১৫ থেকে ২০২০ সালের কর নথিসহ তাঁর ব্যবসা–সংক্রান্ত নথি দেখার সুযোগ পায় কমিটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে গেছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ জানুয়ারিতে গ্রহণ করবে রিপাবলিকানরা। তার আগে কমিটি সবশেষ এই পদক্ষেপ নিল।
রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্প ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট, যিনি এই পদে প্রার্থিতা ঘোষণার পর নিজের কর নথি প্রকাশ করেননি। এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ট্রাম্প পরাজিত হন। সম্প্রতি তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তবে ট্রাম্পের ছয় বছরের আর্থিক নথিগুলো জনসাধারণ কখন দেখতে পাবে, তা স্পষ্ট নয়। কমিটির ডেমোক্র্যাট সদস্য লয়েড ডগেট মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, সামাজিক নিরাপত্তা নম্বরের মতো ব্যক্তিগত তথ্য ঢেকে ফাইলগুলো প্রকাশ করতে কয়েক দিন সময় লাগতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

ট্রাম্পের কর নথি প্রকাশের পক্ষে ভোট

আপডেট সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি প্রকাশের পক্ষে গত মঙ্গলবার ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। খবর এএফপির।
মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’ করসংক্রান্ত বিষয়টি দেখভাল করে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন এই কমিটি ট্রাম্পের ছয় বছরের কর নথি প্রকাশের পক্ষে ভোট দিয়েছে। পক্ষে পড়েছে ২৪টি ভোট, বিপক্ষে ১৬টি। কমিটির সব ডেমোক্র্যাট সদস্য পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সব রিপাবলিকান সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন। কমিটি ২০১৯ সাল থেকে ট্রাম্পের কর নথি চেয়ে আসছিল, তবে ট্রাম্প তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। ইস্যুটি আদালত পর্যন্ত গড়ায়। কংগ্রেস কমিটিকে কর নথি না দিতে ট্রাম্পের করা আবেদন গত মাসে নাকচ করেন মার্কিন সুপ্রিম কোর্ট। ফলে ট্রাম্পের ২০১৫ থেকে ২০২০ সালের কর নথিসহ তাঁর ব্যবসা–সংক্রান্ত নথি দেখার সুযোগ পায় কমিটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে গেছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ জানুয়ারিতে গ্রহণ করবে রিপাবলিকানরা। তার আগে কমিটি সবশেষ এই পদক্ষেপ নিল।
রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্প ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট, যিনি এই পদে প্রার্থিতা ঘোষণার পর নিজের কর নথি প্রকাশ করেননি। এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ট্রাম্প পরাজিত হন। সম্প্রতি তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তবে ট্রাম্পের ছয় বছরের আর্থিক নথিগুলো জনসাধারণ কখন দেখতে পাবে, তা স্পষ্ট নয়। কমিটির ডেমোক্র্যাট সদস্য লয়েড ডগেট মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, সামাজিক নিরাপত্তা নম্বরের মতো ব্যক্তিগত তথ্য ঢেকে ফাইলগুলো প্রকাশ করতে কয়েক দিন সময় লাগতে পারে।