ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৬ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ড. ইউনূসের অভিনন্দন: আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয় সুনিশ্চিত হওয়ার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বাংলাদেশ সরকারের অভিনন্দন জানানো হয়। মঙ্গলবারের ভোটে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় ইউনূস বলেন, “প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার সুদক্ষ নেতৃত্ব ও ভিশন দিয়ে আমেরিকার জনগণকে অনুপ্রাণিত করার মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের এ বিজয় এসেছে। আপনার দায়িত্বকালে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যদেশগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হবে।”
বার্তায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের কথা তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট অংশীদারত্ব রয়েছে। আগের মেয়াদে আপনার নেতৃত্বকালে সেই সম্পর্ক আরও গভীর ও সুসংহত হয়েছিল। সম্পর্ক আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। বন্ধুত্বপূর্ণ দুই দেশ অংশীদারত্বের নতুন ক্ষেত্র উন্মোচনে কাজ করলে অমিত সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। “শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশের সরকার ও জনগণ ভবিষ্যতে বিশ্বে শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিতে আপনার প্রচেষ্টায় সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী,” শুভেচ্ছা বার্তায় বলেন ইউনূস।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সেতুর নিচে সাংবাদিকের লাশ, হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন

ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৬ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ড. ইউনূসের অভিনন্দন: আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয় সুনিশ্চিত হওয়ার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বাংলাদেশ সরকারের অভিনন্দন জানানো হয়। মঙ্গলবারের ভোটে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় ইউনূস বলেন, “প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার সুদক্ষ নেতৃত্ব ও ভিশন দিয়ে আমেরিকার জনগণকে অনুপ্রাণিত করার মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের এ বিজয় এসেছে। আপনার দায়িত্বকালে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যদেশগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হবে।”
বার্তায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের কথা তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট অংশীদারত্ব রয়েছে। আগের মেয়াদে আপনার নেতৃত্বকালে সেই সম্পর্ক আরও গভীর ও সুসংহত হয়েছিল। সম্পর্ক আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। বন্ধুত্বপূর্ণ দুই দেশ অংশীদারত্বের নতুন ক্ষেত্র উন্মোচনে কাজ করলে অমিত সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। “শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশের সরকার ও জনগণ ভবিষ্যতে বিশ্বে শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিতে আপনার প্রচেষ্টায় সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী,” শুভেচ্ছা বার্তায় বলেন ইউনূস।