প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে মৌমাছি বহনকারী একটি ট্রাক উল্টে গেছে। এতে সেখান থেকে ২৫ কোটি মৌমাছি উড়ে গেছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে।
ওয়াশিংটনের ওয়াটকম কাউন্টিতে-কানাডা সীমান্তের কাছে অবস্থিত এক গ্রামীণ এলাকায় শুক্রবার উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনাস্থল ভ্যাঙ্কুভার শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণে। ওয়াটকম কাউন্টি শেরিফের দপ্তর এক বার্তায় জানিয়েছে, প্রায় ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মৌমাছি উড়ে গেছে। মৌমাছির আক্রমণ ও ঝাঁকে ঝাঁকে উড়ে আসার সম্ভাবনা থাকায় দয়া করে এলাকাটি এড়িয়ে চলুন। ক্ষতিগ্রস্ত এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে কমপক্ষে ২০০ গজ (প্রায় ১৮২ মিটার) দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৌমাছিগুলো পুনরায় সংরক্ষণ ও রাণীমৌমাছির সন্ধানে তাদের ফিরিয়ে আনার কাজ করছেন কর্মকর্তারা। এই প্রক্রিয়ায় প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। ওয়াটকম শেরিফ অফিস জানিয়েছে, সাধারণভাবে জনসাধারণের জন্য কোনো স্বাস্থ্যঝুঁকি নেই, তবে যারা মৌমাছির কামড়ে অ্যালার্জিক তাদের জন্য সতর্কতা জরুরি।
মৌমাছি খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাদাম, শাকসবজি, বেরি, মাল্টা ও তরমুজসহ শতাধিক ফসলের পরাগায়নে মৌমাছির অবদান রয়েছে। কিন্তু কীটনাশক, পরজীবী, রোগব্যাধি, জলবায়ু পরিবর্তন ও খাদ্য বৈচিত্র্যের অভাবের কারণে সাম্প্রতিক বছরগুলোতে মৌমাছির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। ২০১৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০ মে দিনটিকে বিশ্ব মৌমাছি দিবস ঘোষণা করে। সূত্র: সিএনএন, আল-জাজিরা
ট্রাক উল্টে উড়ে গেলো ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























