দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রমানিক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের মৃত খাজের উদ্দিন মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৮)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমবাড়ি হাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দিকে যাচ্ছিলেন চালক। এ সময় ফুলবাড়ী উপজেলার বড়াইহাট গ্রামে পৌঁছালে ফুলবাড়ী উপজেলা থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী জাহানারা বেগম ও ইজিবাইকের চালক নজরুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুইজন। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে একজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।