রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নান মন্ডল (৪৮) এবং মরিওম জান্নাত (৪) নামের এক কন্যা ঘটনাস্থলেই মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর মারা গেছেন হয়েছে শিশুটির মা বিথি (৩৩)। শিশুটির বাবা আফতার (৩৫) হাসপাতালে ভর্তি রয়েছেন । পবা থানার ওসি ফরিদ উদ্দিন জানান, রোববার সকালে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান মন্ডল ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে যাচ্ছিলেন আরেক ব্যক্তি। দুর্ঘটনায় শিশু ঘটনাস্থলেই মারা গেছে। তাদের দুজনকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা মারা গেছেন ও বাবা চিকিৎসাধীন রয়েছেন।