চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুরে মাটিভর্তি ট্রাক্টরচাপায় সামিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে। আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খেলার সময় মাটিভর্তি ট্রাক্টরে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সামিউল ইসলাম নিহত হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলমডাঙ্গার কেশবপুর গ্রামে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কাটছিল। ছিলনা কোন অনুমোদন। এই মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।