বগুড়া সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২০ নভেম্বর) দুপুরে ট্রাকচালক ফয়সাল আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় এ মামলা করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- পৌর বিএনপির সহ-সভাপতি আজিজুল হক রুবেল (৪৫), প্রচার সম্পাদক মজনু মিয়া (৫৫), বিএনপি কর্মী হাবিবুল্লাহ (৩৬), জাকির হোসেন (৩১), একরামুল হক (৩০), শিবির কর্মী আব্দুল আউয়াল (২৪) রুবেল হোসেন (২৭) ও সেলিম হোসেন (৩৭)। জানা যায়, রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় চলন্ত ট্রাকে আগুন, রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় খড়বোঝাই ভটভটিতে আগুন ও পৌর শহরের কলেজগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এই তিন ঘটনায় ট্রাকচালক ফয়সাল আলম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৮০ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। পুলিশ এই মামলায় ৮জনকে গ্রেফতার করেছে। ওসি বলেন, গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় এরই মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
ট্রাকে আগুন বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৮
জনপ্রিয় সংবাদ