শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের টেংরা রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী গোসিংগা খোঁজে খানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল জলিল(২৮)। স্থানীয়রা জানান, দ্রুত গতির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহীর আব্দুল জলিল অবসরপ্রাপ্ত সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।