ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিল মিয়ানমার

  • আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা থেকে মাছ ধরার ট্রলারসহ অন্তত ২২ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ মিয়ানমার নৌ-বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী পূর্ব পাশের সাগরের বাংলাদেশের জলসীমায় এ ঘটনা ঘটে বলে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন। এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান বলেন, সকালে সেন্টমার্টিনের স্থানীয়দের মালিকানাধীন চারটি ট্রলারের জেলেরা দ্বীপের অদূরবর্তী পূর্ব-পাশে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯ টায় মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে চারটি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। ট্রলারগুলোর প্রতিটিতে ৫/৬ জন করে অন্তত ২২ জন জেলে ছিল। ট্রলার থেকে জেলেরা মোবাইল ফোনে বিষয়টি তাকে জানালে তাৎক্ষণিকভাবে তা স্থানীয় কোস্টগার্ড, নৌ-বাহিনী, বিজিবি ও টেকনাফের ইউএনওকে অবহিত করা হয়। তিনি বলেন, ” ঘটনার আধা ঘণ্টা পর পর্যন্ত ধরে নিয়ে যাওয়া জেলেদের সঙ্গে মোবাইল ফোনে আমার যোগাযোগ ছিল। তখন পর্যন্ত ওইসব জেলেদের মিয়ানমার নৌ-বাহিনীর জাহাজে আটকে রাখা হয়েছিল। এছাড়া ট্রলারগুলো মিয়ানমার সীমান্তে আটকে রাখা হয়। পরে জেলেদের ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ” টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া জেলেদের ফিরিয়ে আনতে বিজিবিসহ সংশ্লিষ্টরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিল মিয়ানমার

আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা থেকে মাছ ধরার ট্রলারসহ অন্তত ২২ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ মিয়ানমার নৌ-বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী পূর্ব পাশের সাগরের বাংলাদেশের জলসীমায় এ ঘটনা ঘটে বলে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন। এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান বলেন, সকালে সেন্টমার্টিনের স্থানীয়দের মালিকানাধীন চারটি ট্রলারের জেলেরা দ্বীপের অদূরবর্তী পূর্ব-পাশে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯ টায় মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে চারটি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। ট্রলারগুলোর প্রতিটিতে ৫/৬ জন করে অন্তত ২২ জন জেলে ছিল। ট্রলার থেকে জেলেরা মোবাইল ফোনে বিষয়টি তাকে জানালে তাৎক্ষণিকভাবে তা স্থানীয় কোস্টগার্ড, নৌ-বাহিনী, বিজিবি ও টেকনাফের ইউএনওকে অবহিত করা হয়। তিনি বলেন, ” ঘটনার আধা ঘণ্টা পর পর্যন্ত ধরে নিয়ে যাওয়া জেলেদের সঙ্গে মোবাইল ফোনে আমার যোগাযোগ ছিল। তখন পর্যন্ত ওইসব জেলেদের মিয়ানমার নৌ-বাহিনীর জাহাজে আটকে রাখা হয়েছিল। এছাড়া ট্রলারগুলো মিয়ানমার সীমান্তে আটকে রাখা হয়। পরে জেলেদের ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ” টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া জেলেদের ফিরিয়ে আনতে বিজিবিসহ সংশ্লিষ্টরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।