ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ট্রফি ভাঙলেন ইউএনও, অপসারণ দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

বান্দরবান সংবাদদাতা : ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ না করে খেলোয়ার ও কয়েকশ’ দর্শকদের সামনে সেগুলো ভেঙে ফেলেছেন আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। তার ট্রফি ভাঙার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউপির রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এদিকে, ইউএনও’র বিতর্কিত এই কর্মকা-ের জন্য তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার বিকেলে আলীকদম পান বাজার চত্বরে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। স্থানীয়রা জানান, আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। খেলা শেষে সমাপনী বক্তব্যের সময় হঠাৎ খেলোয়ারদের মধ্যে ট্রফি বিতরণ না করে তা ভেঙে ফেলেন নির্বাহী কর্মকর্তা। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম বলেন, ‘খেলা শেষে পুরস্কার বিতরণের সময় হঠাৎ একজন এসে বলেন, খেলায় যে গোল হয়েছে সেটা তারা মানে না। তখন আমি ফের তাদের খেলতে বলি। কিন্তু তারা বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু করে ও ট্রফি নেবে না বলে জানায়। সবাই এক সুরে বলে ওঠে- প্রয়োজনে ট্রফি ভেঙে ফেলেন। পরিস্থিতি বিবেচনায় তাদের কথা মতো ট্রফি ভেঙেছি।’ বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘একজন নির্বাহী কর্মকর্তা এ ধরনের কাজ করতে পারেন না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ট্রফি ভাঙলেন ইউএনও, অপসারণ দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

বান্দরবান সংবাদদাতা : ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ না করে খেলোয়ার ও কয়েকশ’ দর্শকদের সামনে সেগুলো ভেঙে ফেলেছেন আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। তার ট্রফি ভাঙার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউপির রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এদিকে, ইউএনও’র বিতর্কিত এই কর্মকা-ের জন্য তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার বিকেলে আলীকদম পান বাজার চত্বরে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। স্থানীয়রা জানান, আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। খেলা শেষে সমাপনী বক্তব্যের সময় হঠাৎ খেলোয়ারদের মধ্যে ট্রফি বিতরণ না করে তা ভেঙে ফেলেন নির্বাহী কর্মকর্তা। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম বলেন, ‘খেলা শেষে পুরস্কার বিতরণের সময় হঠাৎ একজন এসে বলেন, খেলায় যে গোল হয়েছে সেটা তারা মানে না। তখন আমি ফের তাদের খেলতে বলি। কিন্তু তারা বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু করে ও ট্রফি নেবে না বলে জানায়। সবাই এক সুরে বলে ওঠে- প্রয়োজনে ট্রফি ভেঙে ফেলেন। পরিস্থিতি বিবেচনায় তাদের কথা মতো ট্রফি ভেঙেছি।’ বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘একজন নির্বাহী কর্মকর্তা এ ধরনের কাজ করতে পারেন না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’