ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

ট্রফি জিতে লঞ্চে করে বরিশালে যাবেন তামিমরা

  • আপডেট সময় : ০৮:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির মালিক চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোষণা করেছিলেন পুরো দল আর ট্রফি নিয়ে লঞ্চে চেপে বরিশালে যাবেন। কিন্তু যাওয়া হয়নি, এবারও ফাইনালে উঠেছে তামিম ইকবালরা। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা। এবার শিরোপা জিততে দুটি ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ইচ্ছের কথা বলেছেন বরিশালের মালিক মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন গতবার না হলেও এবার ট্রফি জিততে পারলে লঞ্চে করে বরিশালে যাবেন।
শুক্রবার ম্যাচ ফাইনালে শিরোপা লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়িং হোক বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় কোনও কারণেই যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই।’

গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও শিরোপা জিততে মরিয়া। তামিমের মতে, ‘ট্রফি এমন জিনিস যারা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও চাইবে ৬ বার হতে। আমরাও অবশ্যই চাইবো আবার নিতে। প্রতিপক্ষও অনেক ভালো ক্রিকেট খেলছে। খুলনা দারুণ দল। শেষে ২ বিদেশি নিয়ে অনেক শক্তি বাড়িয়েছিল। শেষ ম্যাচেও দেখা গেছে কিছুই প্রেডিক্ট করা যায় না। আপনার ভালো প্লেয়ার থাকতে পারে তবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্স ম্যাটার করে। কালই ফাইনাল আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ১৩-১৪ ম্যাচে যা করেছি সব সেভাবেই করতে হবে ভিন্ন কিছু না।

আমাদের চেষ্টা করে যেতে হবে সেরাটা দেওয়ার। ফাইনালকে শুধু একটি ম্যাচ হিসেবেই দেখতে হবে।’ তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। এমনিতেই চট্টগ্রামের ছেলে হওয়াতে তার প্রতি সমর্থক চট্টগ্রামের এমনিতেই থাকে। এবার চট্টগ্রামের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে মাঠে নামছে তামিমের বরিশাল। চট্টগ্রামের ভক্তরা দ্বন্দ্বে আছেন কাকে সমর্থন করবেন। তামিম মনে করেন চট্টগ্রামের মানুষের চিটাগংকেই সমর্থন করা উচিত, ‘তাদের উচিত চিটাগংকে সাপোর্ট করুক। আমি ব্যাটিংয়ে নামলে হয়ত একটু চিয়ার করতে পারে।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

ট্রফি জিতে লঞ্চে করে বরিশালে যাবেন তামিমরা

আপডেট সময় : ০৮:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির মালিক চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোষণা করেছিলেন পুরো দল আর ট্রফি নিয়ে লঞ্চে চেপে বরিশালে যাবেন। কিন্তু যাওয়া হয়নি, এবারও ফাইনালে উঠেছে তামিম ইকবালরা। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা। এবার শিরোপা জিততে দুটি ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ইচ্ছের কথা বলেছেন বরিশালের মালিক মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন গতবার না হলেও এবার ট্রফি জিততে পারলে লঞ্চে করে বরিশালে যাবেন।
শুক্রবার ম্যাচ ফাইনালে শিরোপা লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়িং হোক বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় কোনও কারণেই যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই।’

গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও শিরোপা জিততে মরিয়া। তামিমের মতে, ‘ট্রফি এমন জিনিস যারা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও চাইবে ৬ বার হতে। আমরাও অবশ্যই চাইবো আবার নিতে। প্রতিপক্ষও অনেক ভালো ক্রিকেট খেলছে। খুলনা দারুণ দল। শেষে ২ বিদেশি নিয়ে অনেক শক্তি বাড়িয়েছিল। শেষ ম্যাচেও দেখা গেছে কিছুই প্রেডিক্ট করা যায় না। আপনার ভালো প্লেয়ার থাকতে পারে তবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্স ম্যাটার করে। কালই ফাইনাল আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ১৩-১৪ ম্যাচে যা করেছি সব সেভাবেই করতে হবে ভিন্ন কিছু না।

আমাদের চেষ্টা করে যেতে হবে সেরাটা দেওয়ার। ফাইনালকে শুধু একটি ম্যাচ হিসেবেই দেখতে হবে।’ তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। এমনিতেই চট্টগ্রামের ছেলে হওয়াতে তার প্রতি সমর্থক চট্টগ্রামের এমনিতেই থাকে। এবার চট্টগ্রামের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে মাঠে নামছে তামিমের বরিশাল। চট্টগ্রামের ভক্তরা দ্বন্দ্বে আছেন কাকে সমর্থন করবেন। তামিম মনে করেন চট্টগ্রামের মানুষের চিটাগংকেই সমর্থন করা উচিত, ‘তাদের উচিত চিটাগংকে সাপোর্ট করুক। আমি ব্যাটিংয়ে নামলে হয়ত একটু চিয়ার করতে পারে।’